নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা করোনার এই সময়ে হল খোলা রেখে সশরীরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক নয়। অফলাইন কার্যক্রম বন্ধ করে অনলাইন কার্যক্রম চাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের সেশনজটও যেকোনো মূল্যে নিরসন চান তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানায় সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। নাবিস্কো মোড়ে ডাইভারশন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার চেয়ে জীবন বড়। করোনার মধ্যে পরীক্ষা তাঁরা দিতে চান না। করোনা ও ডেঙ্গুতে তাঁদের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নতুন করে কারও জীবন সংকটে পড়ুক তা চান না তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মো. আলিফ আরাফাত সোহান জানান, করোনার কারণে হল বন্ধ চান তাঁরা। সেই সঙ্গে করোনাকালে পরীক্ষার নীতিমালাও চান। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে দায়ভার নিতে হবে প্রতিষ্ঠানকে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি মানেনি। তাই তাঁরা রাস্তায় নেমেছেন।
বিশ্ববিদ্যালয়র ৪৩তম ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম বলেন, ‘দেশে দিনদিন করোনার সংক্রমণ বাড়ছে। এর মধ্যেই ১১ জানুয়ারি পরীক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা আরও বাড়লে পরীক্ষা চলাকালে যদি কেউ আক্রান্ত হয়, স্বাস্থ্যঝুঁকির বিষয়টির দায় নিতে হবে বিশ্ববিদ্যালয়কে। আমরা এসংক্রান্ত চার দফা দাবি জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার আমাদের দাবি মানেননি। পরীক্ষাও পেছানো হয়নি। সশরীরে পরীক্ষার আয়োজন বন্ধ করে অনলাইনে পরীক্ষা হবে কি না, সেসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়নি।’
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা করোনার এই সময়ে হল খোলা রেখে সশরীরে ক্লাস-পরীক্ষাসহ প্রাতিষ্ঠানিক কোনো কার্যক্রমে অংশ নিতে ইচ্ছুক নয়। অফলাইন কার্যক্রম বন্ধ করে অনলাইন কার্যক্রম চাওয়ার পাশাপাশি দীর্ঘদিনের সেশনজটও যেকোনো মূল্যে নিরসন চান তাঁরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি না মানায় সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ শনিবার বেলা ১১টার দিকে তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সামনের মূল সড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের অবরোধের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। নাবিস্কো মোড়ে ডাইভারশন করে তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতর দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে ট্রাফিক বিভাগ। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ওই এলাকায়।
শিক্ষার্থীদের দাবি, পরীক্ষার চেয়ে জীবন বড়। করোনার মধ্যে পরীক্ষা তাঁরা দিতে চান না। করোনা ও ডেঙ্গুতে তাঁদের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নতুন করে কারও জীবন সংকটে পড়ুক তা চান না তাঁরা।
আন্দোলনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়টির ৪৪তম ব্যাচের শিক্ষার্থী মো. আলিফ আরাফাত সোহান জানান, করোনার কারণে হল বন্ধ চান তাঁরা। সেই সঙ্গে করোনাকালে পরীক্ষার নীতিমালাও চান। কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে দায়ভার নিতে হবে প্রতিষ্ঠানকে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দাবি মানেনি। তাই তাঁরা রাস্তায় নেমেছেন।
বিশ্ববিদ্যালয়র ৪৩তম ব্যাচের ছাত্র রফিকুল ইসলাম বলেন, ‘দেশে দিনদিন করোনার সংক্রমণ বাড়ছে। এর মধ্যেই ১১ জানুয়ারি পরীক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। করোনা আরও বাড়লে পরীক্ষা চলাকালে যদি কেউ আক্রান্ত হয়, স্বাস্থ্যঝুঁকির বিষয়টির দায় নিতে হবে বিশ্ববিদ্যালয়কে। আমরা এসংক্রান্ত চার দফা দাবি জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার আমাদের দাবি মানেননি। পরীক্ষাও পেছানো হয়নি। সশরীরে পরীক্ষার আয়োজন বন্ধ করে অনলাইনে পরীক্ষা হবে কি না, সেসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়নি।’
ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে আহত শিক্ষার্থীর দায়ের করা হত্যাচেষ্টা মামলায় এক ছাত্রদল নেতাকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। এ নিয়ে ছাত্রদল নেতা কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
৩২ মিনিট আগেবরগুনার বেতাগীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক তরুণকে আটক করা হয়েছে।
৪৪ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খোলার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে তা না খোলা হয়নি। এর প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগেসাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক বকুলকে ‘অপহরণের’ দুই ঘণ্টার পর বাড়ির সামনে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে। পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বকুল জানান, তিনি ভালো আছেন।
১ ঘণ্টা আগে