গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নারী বন্দীকে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়ার পর এবার কারাগারের সিনিয়র জেল সুপার ওবায়দুর রহমানকে রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপসচিব তাহনিয়া চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বদলির এ আদেশ দেওয়া হয়। এর আগে গত রোববার রাতে (গত ৩০ জুলাই) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ছয়জন কারারক্ষীকে অন্যত্র বদলি করা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ওবায়দুর রহমান। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। সরকারি চাকরি, যেকোনো সময় বদলি হতে পারে।’
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, বন্দী নির্যাতনের ঘটনায় দায়িত্বরত জেলার ও জেল সুপারের কোনো অবহেলা ছিল কি না তা আজ বৃহস্পতিবার কারা অধিদপ্তরের একটি টিম সরেজমিন তদন্ত করছে। দলটি কারাগারের ভেতর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার ওবায়দুর রহমান ও জেল সুপার ফারজানা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একাধিক কর্মকর্তা বলেছেন, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী, ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি শামীমা নুর পাপিয়ার বিরুদ্ধে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দী নির্যাতনের অভিযোগ ওঠে। একই সঙ্গে কয়েকজন মহিলা কারারক্ষীর বিরুদ্ধে বন্দী নির্যাতনে পাপিয়াকে সহযোগিতার অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাগারের মেট্রন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। আর বন্দী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শামীমা নুর পাপিয়াকে গত ৩ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে বদলির আদেশে কারারক্ষী মোছা. আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ জেলা কারাগারে, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি জেলা কারাগারে, সেলিনা আক্তারকে শেরপুর জেলা কারাগারে, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ও লাকী খাতুনকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একাধিক সূত্র জানায়, যুব মহিলা লীগ (বহিষ্কৃত) নেত্রী পাপিয়াকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আটক করা হয়। অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তাঁর স্বামীকে ২৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের পর থেকে তাঁকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী থাকাকালে কারাগারের ভেতর গড়ে তুলেন অপরাধের আরেক সাম্রাজ্য।
সেখানে তাঁর কর্তৃত্ব ধরে রাখতে গড়ে তুলেছেন অনুগত এক বাহিনী। কারাগারে বন্দী অন্য নারীদের ওপর চালান নির্যাতন, ছিনিয়ে নেন তাঁদের টাকাপয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র। বাধা দিলে চালান নির্যাতন। আর এ কাজে কয়েকজন কারারক্ষী এবং নারী বন্দী তাঁর সহযোগী বলে অভিযোগ ওঠে।
সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার বন্দী নারীর নাম রুনা লায়লা (৩৮)। তিনি ঢাকা জজকোর্টে শিক্ষানবিশ আইনজীবী। রুনা লায়লা গাজীপুরের কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। স্বামীর নাম এ কে এম মাহমুদুল হক। তিনি ঢাকার কোতোয়ালি থানায় নথি চুরির দায়ে গত ১৫ জুন মামলায় বন্দী হিসেবে গত ১৬ জুন থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার বন্দী ছিলেন। তাঁর ভাই আব্দুল করিম গত ২৫ জুন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে ওই কারাগারে বন্দী রুনা লায়লার ওপর নির্যাতনের ঘটনা তুলে ধরেন। পরে তিনি ২৭ জুন জামিনে মুক্তি পান।
পরে বন্দী নির্যাতনের ঘটনা তদন্তের জন্য কারা কর্তৃপক্ষ জেল সুপার ফারজানা আক্তারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। নির্যাতনে জড়িত অন্য বন্দীদের শাস্তি দেওয়া হয়। মেট্রন ফাতেমাসহ দুজনকে শোকজ করা হয়। মেট্রন ফাতেমার বিরুদ্ধে হাজতিকে নির্যাতনের অভিযোগে শোকজ করা হয়। ফাতেমা (২৮ জুন) শোকজের জবাব দিলে সন্তোষজনক না হওয়ায় তাঁকে (১ জুলাই) রিজার্ভে ডিউটি দেওয়া হয়। তদন্তে বন্দী নির্যাতনের ঘটনায় ফাতেমা জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নারী বন্দীকে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়ার পর এবার কারাগারের সিনিয়র জেল সুপার ওবায়দুর রহমানকে রাজশাহী প্রশিক্ষণ কেন্দ্রে বদলি করা হয়েছে।
গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের (কারা-১ শাখা) উপসচিব তাহনিয়া চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে বদলির এ আদেশ দেওয়া হয়। এর আগে গত রোববার রাতে (গত ৩০ জুলাই) কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ছয়জন কারারক্ষীকে অন্যত্র বদলি করা হয়।
বদলির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ওবায়দুর রহমান। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। সরকারি চাকরি, যেকোনো সময় বদলি হতে পারে।’
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, বন্দী নির্যাতনের ঘটনায় দায়িত্বরত জেলার ও জেল সুপারের কোনো অবহেলা ছিল কি না তা আজ বৃহস্পতিবার কারা অধিদপ্তরের একটি টিম সরেজমিন তদন্ত করছে। দলটি কারাগারের ভেতর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেলা সুপার ওবায়দুর রহমান ও জেল সুপার ফারজানা আক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে।
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একাধিক কর্মকর্তা বলেছেন, যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী, ২৭ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি শামীমা নুর পাপিয়ার বিরুদ্ধে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দী নির্যাতনের অভিযোগ ওঠে। একই সঙ্গে কয়েকজন মহিলা কারারক্ষীর বিরুদ্ধে বন্দী নির্যাতনে পাপিয়াকে সহযোগিতার অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাগারের মেট্রন ফাতেমার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। আর বন্দী নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শামীমা নুর পাপিয়াকে গত ৩ জুলাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে বদলির আদেশে কারারক্ষী মোছা. আলেয়া চৌধুরীকে লক্ষ্মীপুর জেলা কারাগারে, শাম্মী আক্তারকে সুনামগঞ্জ জেলা কারাগারে, মোছা. সোহেলা আক্তারকে ঝালকাঠি জেলা কারাগারে, সেলিনা আক্তারকে শেরপুর জেলা কারাগারে, ঝর্ণা আক্তারকে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে ও লাকী খাতুনকে কুড়িগ্রাম জেলা কারাগারে বদলি করা হয়েছে।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একাধিক সূত্র জানায়, যুব মহিলা লীগ (বহিষ্কৃত) নেত্রী পাপিয়াকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি আটক করা হয়। অস্ত্র আইনের মামলায় পাপিয়া ও তাঁর স্বামীকে ২৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের পর থেকে তাঁকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে কেন্দ্রীয় মহিলা কারাগারে। কাশিমপুর মহিলা কারাগারে বন্দী থাকাকালে কারাগারের ভেতর গড়ে তুলেন অপরাধের আরেক সাম্রাজ্য।
সেখানে তাঁর কর্তৃত্ব ধরে রাখতে গড়ে তুলেছেন অনুগত এক বাহিনী। কারাগারে বন্দী অন্য নারীদের ওপর চালান নির্যাতন, ছিনিয়ে নেন তাঁদের টাকাপয়সা, প্রয়োজনীয় জিনিসপত্র। বাধা দিলে চালান নির্যাতন। আর এ কাজে কয়েকজন কারারক্ষী এবং নারী বন্দী তাঁর সহযোগী বলে অভিযোগ ওঠে।
সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার বন্দী নারীর নাম রুনা লায়লা (৩৮)। তিনি ঢাকা জজকোর্টে শিক্ষানবিশ আইনজীবী। রুনা লায়লা গাজীপুরের কাপাসিয়া থানার কড়িহাতা গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে। স্বামীর নাম এ কে এম মাহমুদুল হক। তিনি ঢাকার কোতোয়ালি থানায় নথি চুরির দায়ে গত ১৫ জুন মামলায় বন্দী হিসেবে গত ১৬ জুন থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার বন্দী ছিলেন। তাঁর ভাই আব্দুল করিম গত ২৫ জুন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে ওই কারাগারে বন্দী রুনা লায়লার ওপর নির্যাতনের ঘটনা তুলে ধরেন। পরে তিনি ২৭ জুন জামিনে মুক্তি পান।
পরে বন্দী নির্যাতনের ঘটনা তদন্তের জন্য কারা কর্তৃপক্ষ জেল সুপার ফারজানা আক্তারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। নির্যাতনে জড়িত অন্য বন্দীদের শাস্তি দেওয়া হয়। মেট্রন ফাতেমাসহ দুজনকে শোকজ করা হয়। মেট্রন ফাতেমার বিরুদ্ধে হাজতিকে নির্যাতনের অভিযোগে শোকজ করা হয়। ফাতেমা (২৮ জুন) শোকজের জবাব দিলে সন্তোষজনক না হওয়ায় তাঁকে (১ জুলাই) রিজার্ভে ডিউটি দেওয়া হয়। তদন্তে বন্দী নির্যাতনের ঘটনায় ফাতেমা জড়িত থাকায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
১৩ মিনিট আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
১৮ মিনিট আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
৩১ মিনিট আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
৩৭ মিনিট আগে