গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বিএনপির গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, গণমিছিল থেকে নিরপরাধ ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে অংশ নিতে বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ী রোডের জেলা বিএনপির কার্যালয়ে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনে সুযোগ দিলেও বিএনপিকে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ নির্ভর এ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। দেশের জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। আমাদের কোনো অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।’
সরকার সন্ত্রাস ও লাঠিয়াল বাহিনী গঠন করে জনগণকে প্রতিরোধের চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা দিন আনে দিন খায় তাঁদের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। আমরা কারওর হাত রক্তে রঞ্জিত হতে দেব না। আমরা শান্তি চাই, জনগণের জীবনের নিরাপত্তা চাই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনব।’
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি পালনের জন্য জিএমপি কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। তারপরও পুলিশ আমাদের অফিস ঘিরে রেখেছে, মিছিলে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।’
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের সড়কে মিছিল করতে নিষেধ করা হলে তাঁরা পুলিশের ওপর হামলা করে। তাঁরা পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। মিছিলকারীদের হামলায় সদর থানা-পুলিশের কনস্টেবল মিন্টু ও নায়েক মো. জহির উদ্দিন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সেখান থেকে ২০ জনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গণমিছিলে কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ড. ইশরাক আহমেদ সিদ্দিকী, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ড. সহীদ উজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, খালেকুজ্জামান বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, গুলনাহার, শেখ ফরিদা জাহান স্বপ্না প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই মহানগরীর বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয় পুলিশ। তাঁরা জল কামান, সাঁজোয়া যান নিয়ে সাইরেন বাজিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয়।
গাজীপুরে বিএনপির গণমিছিলে বাধা দিয়েছে পুলিশ। এ সময় লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, গণমিছিল থেকে নিরপরাধ ২০ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এদিকে পুলিশ বলছে, বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল কর্মসূচিতে অংশ নিতে বিকেল সোয়া ৩টার দিকে রাজবাড়ী রোডের জেলা বিএনপির কার্যালয়ে আসেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।
সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালনে সুযোগ দিলেও বিএনপিকে বাধা দিচ্ছে পুলিশ। পুলিশ নির্ভর এ স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। উন্নয়নের নামে দুর্নীতি-লুটপাট করে দেশের অর্থ বিদেশে পাচার করছে। দেশের জনগণের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। আমাদের কোনো অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই।’
সরকার সন্ত্রাস ও লাঠিয়াল বাহিনী গঠন করে জনগণকে প্রতিরোধের চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘যারা দিন আনে দিন খায় তাঁদের জীবন ওষ্ঠাগত হয়ে পড়েছে। আমরা কারওর হাত রক্তে রঞ্জিত হতে দেব না। আমরা শান্তি চাই, জনগণের জীবনের নিরাপত্তা চাই। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা আবার ফিরিয়ে আনব।’
গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি পালনের জন্য জিএমপি কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি। তারপরও পুলিশ আমাদের অফিস ঘিরে রেখেছে, মিছিলে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। নিরপরাধ নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে।’
জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘বিএনপি নেতা-কর্মীদের সড়কে মিছিল করতে নিষেধ করা হলে তাঁরা পুলিশের ওপর হামলা করে। তাঁরা পুলিশকে বহনকারী গাড়ি ভাঙচুর করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। মিছিলকারীদের হামলায় সদর থানা-পুলিশের কনস্টেবল মিন্টু ও নায়েক মো. জহির উদ্দিন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে সেখান থেকে ২০ জনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গণমিছিলে কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম বাচ্চু, কাজী ছাইয়্যেদুল আলম বাবুল, ডা. মাজহারুল আলম, ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ড. ইশরাক আহমেদ সিদ্দিকী, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট ড. সহীদ উজ্জামান, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান পেরা, শাহজাহান ফকির, আব্দুল মোতালেব, খালেকুজ্জামান বাবলু, জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা, সদস্যসচিব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, গুলনাহার, শেখ ফরিদা জাহান স্বপ্না প্রমুখ।
এর আগে বিএনপির কর্মসূচিকে ঘিরে দুপুর থেকেই মহানগরীর বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয় পুলিশ। তাঁরা জল কামান, সাঁজোয়া যান নিয়ে সাইরেন বাজিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টহল দেয়।
গাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
৩ মিনিট আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
১১ মিনিট আগেটাকার বিনিময়ে মামলার অভিযোগপত্র থেকে নাম বাদ দেওয়া হবে, আসামির সঙ্গে এমন ফোনালাপ ফাঁস হওয়ার পর রাজশাহীর এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া এই নেতার নাম সাইমন রেজা। তিনি নগরের বোয়ালিয়া (পূর্ব) থানা ছাত্রদলের সদস্য ছিলেন।
২১ মিনিট আগেদুই সপ্তাহ ধরে ফাতেমা আক্তার শাপলা (২৮) নামের এক নারীর সঙ্গে সুসম্পর্ক হয় শিশুটির মা ফারজানা আক্তারের। সাবলেটের কথা বলে গত বৃহস্পতিবার তিনি আজিমপুরের ওই বাসায় ওঠেন।
৩১ মিনিট আগে