সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে এখন অজানা আতঙ্কে।
সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে সদেব পাল। তিনি দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পরিবার জানায়, গত ১৭ আগস্ট সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মিষ্ট ব্যবসায়ীর ভাই মন্টু পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল জানান, প্রতিদিনের মতো গত ১৭ আগস্ট সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওনা দেন তাঁর ভাই সুদেব পাল। ওই দিন সন্ধ্যায় ফোন দিয়ে তাঁর ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি ওই দিন দোকানে যাননি মোবাইল ফোনটিও সঙ্গে নেননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।
ব্যবসায়ীর স্ত্রী ইতি পাল বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কী কারণে এ রকম ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি স্বামীকে ফেরত চান।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও সুদেব পালকে না পাওয়ায় তাঁর বড় ভাই মন্টু পাল থানায় একটি জিডি করেছেন। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারের মিষ্টি ব্যবসায়ী সুদেব পাল (৩৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও তাঁকে কোথাও খুঁজে না পেয়ে পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে এখন অজানা আতঙ্কে।
সুদেব পাল উপজেলার ইছাপুরা গ্রামের হরিপদ পালের ছোট ছেলে সদেব পাল। তিনি দীর্ঘদিন ধরে ইছাপুরা হযরত শেখের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
পরিবার জানায়, গত ১৭ আগস্ট সকালে ইছাপুরা ইউনিয়নের ভাড়া বাসা থেকে গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় গত ১৯ আগস্ট বৃহস্পতিবার সকালে মিষ্ট ব্যবসায়ীর ভাই মন্টু পাল সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
মিষ্টি ব্যবসায়ীর বড় ভাই নিরঞ্জন পাল জানান, প্রতিদিনের মতো গত ১৭ আগস্ট সকাল ৯টায় ইছাপুরা বাসা থেকে নিজের দোকানের উদ্দেশ্যে রওনা দেন তাঁর ভাই সুদেব পাল। ওই দিন সন্ধ্যায় ফোন দিয়ে তাঁর ব্যবহৃত মুঠো ফোন বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি ওই দিন দোকানে যাননি মোবাইল ফোনটিও সঙ্গে নেননি। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি।
ব্যবসায়ীর স্ত্রী ইতি পাল বলেন, তাঁর স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কী কারণে এ রকম ঘটনা ঘটেছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি স্বামীকে ফেরত চান।
সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পরেও সুদেব পালকে না পাওয়ায় তাঁর বড় ভাই মন্টু পাল থানায় একটি জিডি করেছেন। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।
নেত্রকোনার দুর্গাপুরে কৃষক রহিত মিয়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও লাশ গুম করার অপরাধে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে...
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়
২৫ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্র-মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ রোববার উপজেলার শিকলবাহা রাজার বাপের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের দুটি বুলেট, ২২ লিটার বাংলা মদ, মোবাইলসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
২৭ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু দেশে আনার সময় বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪১ মিনিট আগে