মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে সুইসাইড নোট লিখে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই ছাত্রীর প্রেমিক সুজন (২৪) আপত্তিকর ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রী।
স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের বুড়িহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন প্রেমের ফাঁদে ফেলে ওই ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটান। গোপনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ওই ছাত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেন। এ ছাড়া কলেজে যাওয়া-আসার পথে আরও টাকার জন্য তাঁকে মারধরসহ নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করতেন সুজন।
১৫ দিন আগে ওই ভিডিও একটি ফেসবুক আইডি থেকে ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হলে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে আজ বুধবার বিকেলে সুইসাইড নোট লিখে বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এদিকে আত্মহত্যার খবর জানাজানি হওয়ার পর অভিযুক্ত সুজন গা ঢাকা দিয়েছেন।
মৃত কলেজছাত্রীর বাবা অভিযোগ করে জানান, ১৫ দিন আগে তাঁর মেয়ে কলেজ থেকে ফেরার পথে মারধর করেন সুজন। পরে খবর পেয়ে তাঁরা সুজনকে আটকে রাখেন। ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম বাদশা এসে সুজনকে শর্ত সাপেক্ষে নিয়ে গিয়ে তাঁর বাবা-মায়ের কাছে দিয়ে দেন। কিন্তু তার পরও সুজন তাঁর মেয়েকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বাদশা মেম্বারের সঙ্গে কথা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
কলেজছাত্রীর বড় ভাই অভিযোগ করে বলেন, ‘ভিডিও ছাড়ার আগে আমার দশম শ্রেণি পড়ুয়া ফুপাতো বোনের কাছে সুজন হুমকি দিয়ে এসএমএস পাঠায়। তাতে সে লেখে ‘‘ঝুনঝুন (ছদ্মনাম) এখন বেশি বুঝল, ওর মরণ আছে’’। এরপর ওই আইডি থেকে ডিডিও ছেড়ে দিলে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করে। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।’
এ ঘটনায় কলেজছাত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেখানে ওই কলেজছাত্রী লেখেন, ‘আমারে তুমরা সবাই মাফ কইরা দিও, আমার জন্য তুমাগো অনেক মান-সম্মান নষ্ট হইছে, আমি চাই না তুমাগো আরো মান-সম্মান নষ্ট হক। তোমরা জানো না ঐতি কি কি করছে আমার সাথে। আমারে জোর কইরা Blackmail কইরা আমার সাথে ধর্ষণ করছে। তারপর আমার ছবি তুইলা সেই ছবি দিয়া আমারে Blackmail। আমার কাছে থাইকা দার লাখ টাকার জিনিস নিছে।’
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আত্মহত্যার কারণ উদঘাটন করা হবে।
টাঙ্গাইলের মির্জাপুরে সুইসাইড নোট লিখে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ওই ছাত্রীর প্রেমিক সুজন (২৪) আপত্তিকর ভিডিও ফেসবুকে ছাড়িয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রী।
স্কুলছাত্রীর পরিবার সূত্রে জানা গেছে, একই ইউনিয়নের বুড়িহাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে সুজন প্রেমের ফাঁদে ফেলে ওই ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটান। গোপনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ওই ছাত্রীর কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেন। এ ছাড়া কলেজে যাওয়া-আসার পথে আরও টাকার জন্য তাঁকে মারধরসহ নানাভাবে ভয়ভীতি ও হয়রানি করতেন সুজন।
১৫ দিন আগে ওই ভিডিও একটি ফেসবুক আইডি থেকে ছেড়ে দেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হলে ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে আজ বুধবার বিকেলে সুইসাইড নোট লিখে বসতঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এদিকে আত্মহত্যার খবর জানাজানি হওয়ার পর অভিযুক্ত সুজন গা ঢাকা দিয়েছেন।
মৃত কলেজছাত্রীর বাবা অভিযোগ করে জানান, ১৫ দিন আগে তাঁর মেয়ে কলেজ থেকে ফেরার পথে মারধর করেন সুজন। পরে খবর পেয়ে তাঁরা সুজনকে আটকে রাখেন। ইউপি মেম্বার জাহাঙ্গীর আলম বাদশা এসে সুজনকে শর্ত সাপেক্ষে নিয়ে গিয়ে তাঁর বাবা-মায়ের কাছে দিয়ে দেন। কিন্তু তার পরও সুজন তাঁর মেয়েকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম বাদশা মেম্বারের সঙ্গে কথা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
কলেজছাত্রীর বড় ভাই অভিযোগ করে বলেন, ‘ভিডিও ছাড়ার আগে আমার দশম শ্রেণি পড়ুয়া ফুপাতো বোনের কাছে সুজন হুমকি দিয়ে এসএমএস পাঠায়। তাতে সে লেখে ‘‘ঝুনঝুন (ছদ্মনাম) এখন বেশি বুঝল, ওর মরণ আছে’’। এরপর ওই আইডি থেকে ডিডিও ছেড়ে দিলে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করে। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ গিয়ে মরদেহ থানায় নিয়ে আসে।’
এ ঘটনায় কলেজছাত্রীর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সেখানে ওই কলেজছাত্রী লেখেন, ‘আমারে তুমরা সবাই মাফ কইরা দিও, আমার জন্য তুমাগো অনেক মান-সম্মান নষ্ট হইছে, আমি চাই না তুমাগো আরো মান-সম্মান নষ্ট হক। তোমরা জানো না ঐতি কি কি করছে আমার সাথে। আমারে জোর কইরা Blackmail কইরা আমার সাথে ধর্ষণ করছে। তারপর আমার ছবি তুইলা সেই ছবি দিয়া আমারে Blackmail। আমার কাছে থাইকা দার লাখ টাকার জিনিস নিছে।’
এ ব্যাপারে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন বলেন, কলেজছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আত্মহত্যার কারণ উদঘাটন করা হবে।
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
২২ মিনিট আগেঅবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ, যেখানে এ দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গাব্রিয়েল ফ্রান্সেসসি।
৩৮ মিনিট আগেযশোরে ঝটিকা মিছিল থেকে যুবলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেরংপুর-১ আসনের সাবেক দুই সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা ও আসাদুজ্জামান বাবলুসহ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ৩৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং ২৫০-২৬০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে গতকাল সোমবার গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা ও গঙ্গাচড়া বিএনপি পার্টি অফিস ভাঙচুর, লুটপ
১ ঘণ্টা আগে