শ্রীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ১৫: ২৫
আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১৫: ৪৪

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৩৮) এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টা দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তাঁর মাথা, হাত, পা ও দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। 

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, নিহত ওই মানসিক প্রতিবন্ধী ব্যক্তি শ্রীপুর রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় ঘোরাঘুরি করতেন। আজ বেলা সাড়ে ১১টা দিকে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এ সময় ওই ব্যক্তির হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ১০টি ভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। 

শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লাহ বলেন, ‘ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু খবর পেয়েছি। মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত