মাদারীপুর প্রতিনিধি
প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।
প্রতিবছরের মতো এবারও মাদারীপুরের প্রায় ৪০ গ্রামের ৩০ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল বৃহস্পতিবার রোজ রাখবেন। শরীয়তপুরের হযরত সুরেশ্বরী (রাঃ)—এর ভক্ত অনুসারীরা রোজা রাখবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরে নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের প্রধান পীর খাজা শাহ সূফী সৈয়্যেদ নূরে আক্তার হোসাইনের ছেলে সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ।
সৈয়্যেদ শাহ নূরে আতামোর্শেদ নওশাদ শাহ বলেন, সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জানশরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারী ও ভক্তরা বৃহস্পতিবার রোজা রাখবেন।
সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও মাদারীপুর সদর উপজেলার জাফরাবাদ এলাকার মোহাম্মদ আলী বলেন, ‘আমি ও আমার পরিবারের লোকজন সৌদি আরবসহ মধ্য প্রাচ্যের সঙ্গে মিল রেখে রমজান মাসের প্রথম রোজা রাখব।’
খোঁজ নিয়ে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা, জাজিরা, মহিষেরচর, জাফরাবাদ, চরকালিকাপুর, তাল্লুক, বাহেরচর কাতলা, চর গোবিন্দপুর, আউলিয়াপুর, ছিলারচর, মস্তফাপুর, কালকিনির সাহেবরামপুর, আন্ডারচর, আলীনগর, বাঁশগাড়ী, খাসেরহাট, ক্রোকিরচর, সিডিখান, কয়ারিয়া, রমজানপুর, বাটামারা, রাজারচর, শিবচরের পাচ্চর, স্বর্ণকারপট্রিসহ মাদারীপুর জেলার পাঁচটি উপজেলার অন্তত ৪০ গ্রামের প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমান বৃহস্পতিবার প্রথম রোজা রাখবেন।
হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরী (রাঃ)—এর অনুসারীরা প্রায় দেড় শ বছর ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদউল ফিতর ও ঈদউল আজহা উদ্যাপন করে আসছেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
১৩ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২২ মিনিট আগেগাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
৩৯ মিনিট আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
১ ঘণ্টা আগে