মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চিকিৎসক মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।
মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন আজ (সোমবার) সকালে রাজধানীর ধানমন্ডি বাসভবন থেকে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে কর্মস্থল মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসছিলেন।
গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে জেনেছি ঢাকায় নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিষয়টি গোলড়া হাইওয়ে পুলিশ দেখছেন।’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে দ্রুত গিয়ে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। পরে বাস–প্রাইভেটকার দুটি থানায় আনা হয়েছে।’ এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হবে বলে জানান তিনি।
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় এ জেড এম সাখাওয়াত হোসেন (৬৭) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার ঢাকা–আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চিকিৎসক মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান। তিনি মাদারীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা এবং ঢাকার ধানমন্ডি এলাকায় বসবাস করতেন।
মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সার্জারি বিভাগের প্রধান এ জেড এম সাখাওয়াত হোসেন আজ (সোমবার) সকালে রাজধানীর ধানমন্ডি বাসভবন থেকে ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে কর্মস্থল মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আসছিলেন।
গাড়িটি ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন চিকিৎসক এ জেড এম সাখাওয়াত হোসেন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার এভার কেয়ার হাসপাতালে পাঠানো হলে বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে জেনেছি ঢাকায় নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে। বিষয়টি গোলড়া হাইওয়ে পুলিশ দেখছেন।’
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর জানার পর ঘটনাস্থলে দ্রুত গিয়ে ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যায়। পরে বাস–প্রাইভেটকার দুটি থানায় আনা হয়েছে।’ এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হবে বলে জানান তিনি।
ময়মনসিংহের ফুলবাড়িয়া সাইদুর রহমান রয়েল (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার পৌর এলাকার নিজ বাসার দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগেইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলীসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের জনশক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে হত্যা করা হয়েছে। জুলুম-নির্যাতনের সর্বোচ্চ স্টিম রোলার চালানো হয়েছে ইসলা
১৩ মিনিট আগেকক্সবাজারের চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। আজ শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
১৮ মিনিট আগেসুনামগঞ্জ-পাগলা-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কাটাগাঙ্গ লোহার সেতুর পাটাতন ভেঙে যোগাযোগ বন্ধ হওয়ার ২৭ ঘণ্টা পর যানচলাচল শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সেতুটির মেরামত কাজ শেষ হলে যান চলাচল শুরু হয়।
২১ মিনিট আগে