সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় বায়রা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম ও দেওয়ান তছলিম উদ্দিনকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতিজন কার্ডধারীদের মধ্যে ১০ কেজির পরিবর্তে সাড়ে ৩,৭ ও ৮ কেজি করে চাল বিতরণ করার অভিযোগ উঠেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল ফিতর উপলক্ষে বায়রা ইউনিয়নে ১ হাজার ৫৪০ জন ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকার হতদরিদ্ররা চাল নিতে ইউনিয়ন পরিষদে ভিড় করে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের কাউকে সাড়ে তিন কেজি, কাউকে ৭ থেকে ৯ কেজি করে চাল দেওয়া হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারলে সহকারী কমিশনার (ভূমি) ওই ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় চাল কম দেওয়ার সত্যতা পান ওই কর্মকর্তা।
অভিযুক্ত ইউপি সদস্য দেওয়ান তছলিম উদ্দিন বলেন, ‘১০ কেজির বালতি সমান করে চাল দিলে ওজন ঠিক থাকে। কয়েক জনকে বালতি ভরে না দেওয়ায় কিছুটা চাল কম হয়। পরে এসিল্যান্ড ও ট্যাগ অফিসার বিষয়টি সমাধান করেছেন।’
মোবাইলে যোগাযোগ করা হলে বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন, ‘চাল কম দেওয়ার বিষয়টি সত্য নয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও খাদ্য কর্মকর্তারা পরিষদ পরিদর্শন করেছেন। আমি মোবাইল আর কিছু বলতে চাই না। আপনি আমার অফিসে এসে দেখা করেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভিজিএফের চাল কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। দুই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ওই ইউপি সদস্যদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’
মানিকগঞ্জের সিঙ্গাইরে ভিজিএফের চাল ওজনে কম দেওয়ায় বায়রা ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল ইসলাম ও দেওয়ান তছলিম উদ্দিনকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রতিজন কার্ডধারীদের মধ্যে ১০ কেজির পরিবর্তে সাড়ে ৩,৭ ও ৮ কেজি করে চাল বিতরণ করার অভিযোগ উঠেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানিয়েছেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ঈদুল ফিতর উপলক্ষে বায়রা ইউনিয়নে ১ হাজার ৫৪০ জন ভিজিএফ কার্ডধারীদের মধ্যে ১০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকার হতদরিদ্ররা চাল নিতে ইউনিয়ন পরিষদে ভিড় করে। প্রত্যেক কার্ডধারীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু কার্ডধারীদের কাউকে সাড়ে তিন কেজি, কাউকে ৭ থেকে ৯ কেজি করে চাল দেওয়া হয়। বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পারলে সহকারী কমিশনার (ভূমি) ওই ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। এ সময় চাল কম দেওয়ার সত্যতা পান ওই কর্মকর্তা।
অভিযুক্ত ইউপি সদস্য দেওয়ান তছলিম উদ্দিন বলেন, ‘১০ কেজির বালতি সমান করে চাল দিলে ওজন ঠিক থাকে। কয়েক জনকে বালতি ভরে না দেওয়ায় কিছুটা চাল কম হয়। পরে এসিল্যান্ড ও ট্যাগ অফিসার বিষয়টি সমাধান করেছেন।’
মোবাইলে যোগাযোগ করা হলে বায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু বলেন, ‘চাল কম দেওয়ার বিষয়টি সত্য নয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও খাদ্য কর্মকর্তারা পরিষদ পরিদর্শন করেছেন। আমি মোবাইল আর কিছু বলতে চাই না। আপনি আমার অফিসে এসে দেখা করেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাম্মা লাবিবা অর্ণব বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভিজিএফের চাল কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। দুই ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া ওই ইউপি সদস্যদের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।’
শেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে চলে যান শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। আজ শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
১৪ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের...
৩১ মিনিট আগে‘বাবা মাইরো না, মাইরো না বাবা। আর করব না। আর করব না।’ আর্তচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি তিন বছরের শিশু মুসা। এর আগে মুসার বড়ভাই সাত বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি
৩৮ মিনিট আগে