টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বসে শ্রমিক হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকেরা আসেন এখানে। সকালে সূর্যের আলো উঁকি দেওয়া আগে থেকেই রাস্তার দুপাশে ভিড় জমতে থাকে শ্রমিকদের। দর–কষাকষির মাধ্যমে নিজেদের শ্রম বিক্রি করেন নারী ও পুরুষ শ্রমিকেরা। তবে পুরুষের তুলনায় নারী শ্রমিকদের শ্রমের মূল্য কম।
এসব শ্রমিকদের বেশির ভাগ উত্তরবঙ্গের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় থেকে বিভিন্ন মৌসুম আলু রোপণ, উত্তোলন, ধান আবাদসহ মাটি কাটা কাজের জন্য আসেন। এদের মধ্যে আবার অনেক শ্রমিকেরা আট দশ-জনের একেকটি দল গঠন করে থাকে। এসব দলের মধ্যে একজন দলনেতা থাকে। দলনেতা কৃষকদের সঙ্গে দর–কষাকষি করে শ্রমের দাম নির্ধারণ করেন।
টঙ্গিবাড়ী উপজেলায় পুরোদমে চলছে আলু রোপণ। আর এই আলু রোপণকে কেন্দ্র করে এখন এসব হাট জমেছে উপজেলার বিভিন্ন বাজারে। আলদি বাজার, বালিগাঁও বাজার, বঘিয়া বাজারসহ বেশ কয়েকটি বাজারে এমন শ্রম বেচা-কেনার হাট বসতে দেখা যায়। আলু চাষাবাদে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকও মাঠে কাজ করছেন সমান তালেই। তবে পুরুষের শ্রমের মূল্যের চেয়ে নারী শ্রমিকদের শ্রমের মূল্য অনেকটাই কম। যেখানে পুরুষ শ্রমিকদের শ্রমের মূল্য ৬০০ টাকা সেখানে নারী শ্রমিকেরা পাচ্ছেন ৩৫০ থেকে ৪০০ টাকা।
বালিগাঁও শ্রম বাজারে নারী শ্রমিক সামসুন্নাহর বলেন, ‘আমরা প্রতি বছর আলু লাগানো ও ওঠানোর সময় এখানে কাজ করতে আসি। আমরা নারীরা পুরুষের সঙ্গে সমান তালে কাজ করলেও মূল্য পাই কম। সকালে কাজে যাই কাজ শেষে বাড়িতে আসি বিকেল ৪টার দিকে।’
কৃষক ফজলুর রহমান বলেন, ‘নারীদের তুলনায় পুরুষ অনেক বেশি পরিমাণ কাজ করেন। পুরুষের কাজের গতি নারী শ্রমিকের চেয়ে অনেক বেশি। তাই নারী শ্রমিকের চেয়ে পুরুষ শ্রমিকদের বেশি টাকা দিয়ে কাজে নেওয়া হয়। সব সময় শ্রমিকের দাম একইরকম হয় না। তবে নারীদের দিন প্রতি দেওয়া হয় ৩০০ থেকে ৪০০ টাকা আর পুরুষদের দেওয়া হয় ৬০০ থেকে ৭০০ টাকা।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বসে শ্রমিক হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকেরা আসেন এখানে। সকালে সূর্যের আলো উঁকি দেওয়া আগে থেকেই রাস্তার দুপাশে ভিড় জমতে থাকে শ্রমিকদের। দর–কষাকষির মাধ্যমে নিজেদের শ্রম বিক্রি করেন নারী ও পুরুষ শ্রমিকেরা। তবে পুরুষের তুলনায় নারী শ্রমিকদের শ্রমের মূল্য কম।
এসব শ্রমিকদের বেশির ভাগ উত্তরবঙ্গের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, দিনাজপুর ও পঞ্চগড় থেকে বিভিন্ন মৌসুম আলু রোপণ, উত্তোলন, ধান আবাদসহ মাটি কাটা কাজের জন্য আসেন। এদের মধ্যে আবার অনেক শ্রমিকেরা আট দশ-জনের একেকটি দল গঠন করে থাকে। এসব দলের মধ্যে একজন দলনেতা থাকে। দলনেতা কৃষকদের সঙ্গে দর–কষাকষি করে শ্রমের দাম নির্ধারণ করেন।
টঙ্গিবাড়ী উপজেলায় পুরোদমে চলছে আলু রোপণ। আর এই আলু রোপণকে কেন্দ্র করে এখন এসব হাট জমেছে উপজেলার বিভিন্ন বাজারে। আলদি বাজার, বালিগাঁও বাজার, বঘিয়া বাজারসহ বেশ কয়েকটি বাজারে এমন শ্রম বেচা-কেনার হাট বসতে দেখা যায়। আলু চাষাবাদে পুরুষের পাশাপাশি নারী শ্রমিকও মাঠে কাজ করছেন সমান তালেই। তবে পুরুষের শ্রমের মূল্যের চেয়ে নারী শ্রমিকদের শ্রমের মূল্য অনেকটাই কম। যেখানে পুরুষ শ্রমিকদের শ্রমের মূল্য ৬০০ টাকা সেখানে নারী শ্রমিকেরা পাচ্ছেন ৩৫০ থেকে ৪০০ টাকা।
বালিগাঁও শ্রম বাজারে নারী শ্রমিক সামসুন্নাহর বলেন, ‘আমরা প্রতি বছর আলু লাগানো ও ওঠানোর সময় এখানে কাজ করতে আসি। আমরা নারীরা পুরুষের সঙ্গে সমান তালে কাজ করলেও মূল্য পাই কম। সকালে কাজে যাই কাজ শেষে বাড়িতে আসি বিকেল ৪টার দিকে।’
কৃষক ফজলুর রহমান বলেন, ‘নারীদের তুলনায় পুরুষ অনেক বেশি পরিমাণ কাজ করেন। পুরুষের কাজের গতি নারী শ্রমিকের চেয়ে অনেক বেশি। তাই নারী শ্রমিকের চেয়ে পুরুষ শ্রমিকদের বেশি টাকা দিয়ে কাজে নেওয়া হয়। সব সময় শ্রমিকের দাম একইরকম হয় না। তবে নারীদের দিন প্রতি দেওয়া হয় ৩০০ থেকে ৪০০ টাকা আর পুরুষদের দেওয়া হয় ৬০০ থেকে ৭০০ টাকা।
গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ বুধবারও বিক্ষোভ করছে। অবরোধ শুরু হওয়ার আগে সড়ক পারাপারের সময় হামিম গ্রুপের একটি কারখানার তিন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনায় ওই কারখানার শ্রমিকেরাও..
৪ মিনিট আগেপ্যাডেলচালিত রিকশা সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন...
৭ মিনিট আগেবগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা সেই শিশুর লাশ পাওয়া গেছে গ্রামের একটি পুকুরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ সব তথ্য নিশ্চিত করেছেন...
২৩ মিনিট আগেশুনানি শেষে আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে এক মাস সময় দেওয়া হয়।
২৮ মিনিট আগে