সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, তিন চাকার যানবাহনের চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনের চালকদের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিক্ষোভকারীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে তিন চাকার যানবাহনের (সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা) প্রায় ৩০০ চালক উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। এ সময় হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার পরও চালকেরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।
পুলিশের সামনেই তিন চাকার যানবাহনের চালকেরা বলেন, ‘আমরা প্রতি মাসে হাইওয়ে পুলিশকে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার জন্য ৩ হাজার ৫০০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিই। এতে কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রতি মাসে প্রায় ১১ লাখ টাকা হাইওয়ে পুলিশকে চাঁদা দেওয়া হয়। এরপরও হাইওয়ে পুলিশ মাসিক চাঁদার বাইরে বিভিন্ন যানবাহন আটক করে প্রতিটি যানবাহন থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহনের চালকদের পিটিয়ে আহত করা হয়।’
বিক্ষোভের সময় স্থানীয় পিরোজপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেল মিয়া বলেন, ‘আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরিব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ি চালাই।’
বিক্ষোভের সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান চালকদের সামনে গেলে চালকেরা বলেন, ‘আপনাদের প্রতি মাসে আমরা টাকা দিই। এরপরও কেন আমাদের গাড়ি আটকে দেন?’ এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর বলেন, ‘ঠিক আছে আপনারা গাড়ি চালিয়ে যান এখন থেকে আর কোনো সমস্যা হবে না।’
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ করেছেন মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যানবাহনের চালকেরা। আজ মঙ্গলবার দুপুরে প্রায় ঘণ্টাব্যাপী উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ ইব্রাহিম। তিনি জানান, তিন চাকার যানবাহনের চালকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মহাসড়কে চলাচলে নিষিদ্ধ যানবাহনের চালকদের কাছ থেকে পুলিশের কোনো সদস্য চাঁদা নিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বিক্ষোভকারীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর সেতু থেকে মেঘনা সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকা দিয়ে তিন চাকার যানবাহনের (সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা) প্রায় ৩০০ চালক উপজেলার পিরোজপুর এলাকায় মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ করেন। এ সময় হাইওয়ে পুলিশের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তাঁরা। এতে মহাসড়কের দুপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে কাচঁপুর হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে আসার পরও চালকেরা পুলিশের সামনেই চাঁদাবাজি বন্ধ ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেন।
পুলিশের সামনেই তিন চাকার যানবাহনের চালকেরা বলেন, ‘আমরা প্রতি মাসে হাইওয়ে পুলিশকে প্রতিটি সিএনজিচালিত অটোরিকশার জন্য ৩ হাজার ৫০০ টাকা ও ব্যাটারিচালিত অটোরিকশার জন্য ১ হাজার ৫০০ টাকা করে চাঁদা দিই। এতে কাচঁপুর থেকে মেঘনা সেতু পর্যন্ত প্রতি মাসে প্রায় ১১ লাখ টাকা হাইওয়ে পুলিশকে চাঁদা দেওয়া হয়। এরপরও হাইওয়ে পুলিশ মাসিক চাঁদার বাইরে বিভিন্ন যানবাহন আটক করে প্রতিটি যানবাহন থেকে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত আদায় করে। চাঁদা দিতে অস্বীকার করলে যানবাহনের চালকদের পিটিয়ে আহত করা হয়।’
বিক্ষোভের সময় স্থানীয় পিরোজপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক রাসেল মিয়া বলেন, ‘আমরা নিজেরাও জানি মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ। আমরা গরিব মানুষ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়েই আমরা গাড়ি চালাই।’
বিক্ষোভের সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান চালকদের সামনে গেলে চালকেরা বলেন, ‘আপনাদের প্রতি মাসে আমরা টাকা দিই। এরপরও কেন আমাদের গাড়ি আটকে দেন?’ এ সময় সার্জেন্ট মোস্তাফিজুর বলেন, ‘ঠিক আছে আপনারা গাড়ি চালিয়ে যান এখন থেকে আর কোনো সমস্যা হবে না।’
ছাত্র–জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতের অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের ১৪ জনকে আগামীকাল সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে। গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁদের হাজির করতে নির্দেশ দেন।
১৬ মিনিট আগেযানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সুহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেরাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত শিশুদের মা রোজীনা বেগম। মামলায় শিশুদের বাবা আব্দুল আহাদ মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন...
১ ঘণ্টা আগে