গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবিনা খাতুন (২২) নামের এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিনা খাতুন শেনন সোয়েটার্স লিমিটেড নামের স্থানীয় একটি কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশায় চেপে অপর দুই যাত্রীর সঙ্গে রুবিনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক অটোরিকশার সামনে এসে গতি রোধ করে। তারা রুবিনাকে হাতে থাকা মোবাইল দিয়ে দিতে বলে। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে যুবকেরা নারীর পিঠে এবং ঊরুতে ছুরিকাঘাত করে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক মো. রেজাউল করিম বলেন, ‘গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আমি দুজন যাত্রী নিয়ে বুধবার রাতে কোনাবাড়ী আসছিলাম। পরে ওই নারী যাত্রী ওঠেন। তাঁকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসার পথে বাইমাইল ময়লার জায়গাটা পার হওয়ার কিছু পরেই পেছন থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক আমার অটোরিকশার সামনে এসে পথ আটকায়। তারা নারী যাত্রীর মোবাইল ফোনটি দিয়ে দিতে বলে। তখন মহিলা মোবাইল দিতে অস্বীকার করলে তারা ধারালো ছুরি দিয়ে মারে ও মোবাইল নিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বুধবার রাতে এক নারী পোশাকশ্রমিক তাঁর মোবাইল ফেন ছিনতাইকালে ছুরির আঘাতে নিহত হয়েছেন। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এজাহার পেলে মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রুবিনা খাতুন (২২) নামের এক নারী পোশাক কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন ছুরিকাঘাতে নারী পোশাক কর্মী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
রুবিনা খাতুন শেনন সোয়েটার্স লিমিটেড নামের স্থানীয় একটি কারখানায় ট্রিমিং সেকশনে জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকা থেকে একটি অটোরিকশায় চেপে অপর দুই যাত্রীর সঙ্গে রুবিনা কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে তিন যুবক অটোরিকশার সামনে এসে গতি রোধ করে। তারা রুবিনাকে হাতে থাকা মোবাইল দিয়ে দিতে বলে। কিন্তু তিনি দিতে অস্বীকার করলে যুবকেরা নারীর পিঠে এবং ঊরুতে ছুরিকাঘাত করে হাতের মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অটোরিকশাচালক মো. রেজাউল করিম বলেন, ‘গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে আমি দুজন যাত্রী নিয়ে বুধবার রাতে কোনাবাড়ী আসছিলাম। পরে ওই নারী যাত্রী ওঠেন। তাঁকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে আসার পথে বাইমাইল ময়লার জায়গাটা পার হওয়ার কিছু পরেই পেছন থেকে মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক আমার অটোরিকশার সামনে এসে পথ আটকায়। তারা নারী যাত্রীর মোবাইল ফোনটি দিয়ে দিতে বলে। তখন মহিলা মোবাইল দিতে অস্বীকার করলে তারা ধারালো ছুরি দিয়ে মারে ও মোবাইল নিয়ে চলে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, বুধবার রাতে এক নারী পোশাকশ্রমিক তাঁর মোবাইল ফেন ছিনতাইকালে ছুরির আঘাতে নিহত হয়েছেন। লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। এজাহার পেলে মামলা হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ ঘণ্টা আগে