জবি প্রতিনিধি
বর্তমানে গোটা পৃথিবীতে যে অস্থিরতা বিরাজ করছে, এর থেকে মুক্তি পেতে মুহাম্মদ (স.) এর জীবন দর্শনের বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ এ কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘মুহাম্মদ (স.)-কে যত বেশি পাঠ করা যাবে তত বেশি আমাদের জীবন আলোকিত হবে, সার্থক হবে, তত বেশি একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব।’
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘মুহাম্মদ (স.) পৃথিবীতে মানব ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে এসে সে সময়কার মক্কার সবচেয়ে বর্বর জাতিকে, সে সমাজকে সবচেয়ে সুন্দর জাতি ও সমাজে পরিণত করেছেন। একটি রাষ্ট্রকে আমূল সংস্কার করতে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয় অথচ মুহাম্মদ (স.) শত সহস্র বাধা পেরিয়ে তিনি তাঁর মিশনে সর্বোচ্চ সফল হয়েছেন। অন্তত কৌতূহলী দৃষ্টিভঙ্গি থেকে হলেও মুসলমানদেরতো বটে অন্য ধর্মাবলম্বীদেরও রাসুলের সিরাত একবার হলেও পাঠ করা উচিত।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের কামনা ছিল এ দেশের তরুণেরা নবীর আদর্শে লালিত হবে, কিন্তু এ কারণে অতীতে তাঁদের জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হতো। পাশাপাশি ইসলামিক কার্যকলাপে আমাদের দেশের মুসলিম তরুণেরা ধারাবাহিকভাবে বাধার সম্মুখীন হচ্ছিল। এ ধরনের সিরাত সম্মেলনের মাধ্যমে ইসলাম সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। রাসুল (স.)-এর সিরাতের দিকগুলো আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব, তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারব। আর মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হবে এই বিশ্ববিদ্যালয়ে যেন কারও দ্বারা কোনো প্রকার জুলুম ও অবিচার সংঘটিত না হয়।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘পৃথিবীতে সবকিছুরই সমাধান রয়েছে রাসুল (স.) এর সিরাতে। রাসুল (স.)-কে প্রশ্নহীন অনুসরণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যদি রাসুল (স.)-এর সিরাত অনুযায়ী চলতে পারি, তাহলেই সত্য, সুন্দর ও ন্যায়ের পথে থাকতে পারব।’
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ‘আজকের সিরাত সম্মেলনের মূল উদ্দেশ্য সার্থক হবে যদি আমরা রাসুল (স.) এর জীবন আদর্শ অনুযায়ী আমাদের নিজেদের জীবন দর্শন পরিচালিত করতে পারি।’
এছাড়াও রাসুল (স.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শিক জীবন চরিত্র নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তফা মনজুর, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক শায়খ প্রফেসর মোখতার আহমাদ, মিরপুরের মাসজিদুল জুম’আ কমপ্লেক্সের খতিব শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, বাহাদুর শাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ্ উদ্দীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিরাত সম্মেলন ২০২৪-এর আহ্বায়ক হিসেবে ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দীন। সিরাত সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাতে রাসুল পরিবেশিত হয়।
বর্তমানে গোটা পৃথিবীতে যে অস্থিরতা বিরাজ করছে, এর থেকে মুক্তি পেতে মুহাম্মদ (স.) এর জীবন দর্শনের বিকল্প নেই।
আজ বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বিজ্ঞান ভবন সংলগ্ন মাঠে সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ এ কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘মুহাম্মদ (স.)-কে যত বেশি পাঠ করা যাবে তত বেশি আমাদের জীবন আলোকিত হবে, সার্থক হবে, তত বেশি একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারব।’
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘মুহাম্মদ (স.) পৃথিবীতে মানব ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে এসে সে সময়কার মক্কার সবচেয়ে বর্বর জাতিকে, সে সমাজকে সবচেয়ে সুন্দর জাতি ও সমাজে পরিণত করেছেন। একটি রাষ্ট্রকে আমূল সংস্কার করতে গিয়ে অনেক সময় ব্যয় করতে হয় অথচ মুহাম্মদ (স.) শত সহস্র বাধা পেরিয়ে তিনি তাঁর মিশনে সর্বোচ্চ সফল হয়েছেন। অন্তত কৌতূহলী দৃষ্টিভঙ্গি থেকে হলেও মুসলমানদেরতো বটে অন্য ধর্মাবলম্বীদেরও রাসুলের সিরাত একবার হলেও পাঠ করা উচিত।’
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের কামনা ছিল এ দেশের তরুণেরা নবীর আদর্শে লালিত হবে, কিন্তু এ কারণে অতীতে তাঁদের জঙ্গি হিসেবে আখ্যা দেওয়া হতো। পাশাপাশি ইসলামিক কার্যকলাপে আমাদের দেশের মুসলিম তরুণেরা ধারাবাহিকভাবে বাধার সম্মুখীন হচ্ছিল। এ ধরনের সিরাত সম্মেলনের মাধ্যমে ইসলাম সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। রাসুল (স.)-এর সিরাতের দিকগুলো আমাদের জীবনে প্রতিফলিত করার চেষ্টা করব, তাহলেই আমরা প্রকৃত মুসলমান হতে পারব। আর মুসলমান হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব হবে এই বিশ্ববিদ্যালয়ে যেন কারও দ্বারা কোনো প্রকার জুলুম ও অবিচার সংঘটিত না হয়।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘পৃথিবীতে সবকিছুরই সমাধান রয়েছে রাসুল (স.) এর সিরাতে। রাসুল (স.)-কে প্রশ্নহীন অনুসরণ করতে হবে। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যদি রাসুল (স.)-এর সিরাত অনুযায়ী চলতে পারি, তাহলেই সত্য, সুন্দর ও ন্যায়ের পথে থাকতে পারব।’
বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, ‘আজকের সিরাত সম্মেলনের মূল উদ্দেশ্য সার্থক হবে যদি আমরা রাসুল (স.) এর জীবন আদর্শ অনুযায়ী আমাদের নিজেদের জীবন দর্শন পরিচালিত করতে পারি।’
এছাড়াও রাসুল (স.)-এর প্রতি ভালোবাসা ও তাঁর আদর্শিক জীবন চরিত্র নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোস্তফা মনজুর, ড্যাফোডিল ইসলামিক সেন্টারের পরিচালক শায়খ প্রফেসর মোখতার আহমাদ, মিরপুরের মাসজিদুল জুম’আ কমপ্লেক্সের খতিব শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, বাহাদুর শাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আমানুল হক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ছালাহ্ উদ্দীন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিরাত সম্মেলন ২০২৪-এর আহ্বায়ক হিসেবে ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দীন। সিরাত সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ ও নাতে রাসুল পরিবেশিত হয়।
চট্টগ্রামের পতেঙ্গা জেলে পাড়ায় আগুনে পুড়েছে ৩৭টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার দিবাগত রাতে আকমল আলী ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
১০ মিনিট আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে ভোটকেন্দ্রে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি মজনু মিয়া ওরফে মজনু হিরোকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুরে কৃষক রহিত মিয়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও লাশ গুম করার অপরাধে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে...
২৭ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়
৩৮ মিনিট আগে