নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
টিকার পর্যাপ্ততা বাড়ায় পরিধি বাড়ছে দৈনিক টিকাদানের। এখন থেকে দিনে ১২ থেকে ১৫ লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রক্রিয়ায় আগামী ডিসেম্বের মধ্যে ৮ কোটি মানুষকে পূর্ণ ডোজে টিকা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ সোমবার দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনা টিকা বিষয়ক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভ্যাক্স থেকে উপহারের পাশাপাশি কেনা হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চীন, ভারতসহ অনেক মাধ্যম থেকে টিকা আসবে। এরই মধ্যে টাকাও পরিশোধ করা হয়েছে। আমরা টিকার যোগান নিশ্চিত করেছি। তাই দিনে এখন থেকে ১২ থেকে ১৫ লাখ টিকার দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
তিনি বলেন, অক্টোবরে ২ কোটি, নভেম্বরে পৌনে চার কোটি, ডিসেম্বরে পাঁচ কোটি এবং নতুন বছরের শুরুতে পৌনে চার কোটি মিলে মোট ৪ মাসে আসবে ১৪ কোটির বেশি টিকা আসবে। এতে করে মার্চ-এপ্রিলের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা আওতায় আনা সম্ভব হবে।
তিনি বলেন, করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে এসেছে। ৩৩ শতাংশ থেকে কমে ২ শতাংশে এসেছে। মৃত্যু বিশের মধ্যে রয়েছে। হাসপাতালগুলোতে ৮০ থেকে ৯০ শতাংশ শয্যা এখন ফাঁকা। ফলে অনেকটা স্বস্তি এসেছে। তবে আত্মহারা হওয়ার কিছু নেই।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় স্কুল খুলে দেওয়া হয়েছে আশাকরি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। ব্যবসা-বাণিজ্য ও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দেশ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে।
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
২২ মিনিট আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
২৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টর খেলা শেষে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩৪ মিনিট আগেবিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন তাঁরা
১ ঘণ্টা আগে