নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রূপালী ব্যাংকের মুন্সিগঞ্জের নওপাড়া শাখায় নগদ অর্থ গ্রহণ ও প্রদান সংক্রান্ত কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন একমাত্র ক্যাশিয়ার ইউসুফ শেখ। দায়িত্বরত অবস্থায় একদিন চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে পালিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। তখন ব্যাংক ব্যবস্থাপকের সন্দেহ হলে ব্যাংকের আরও দুই কর্মকর্তাকে দিয়ে ক্যাশ মিলাতে গিয়ে ৬১ লাখ ৭৯ হাজার ৭৯ টাকা ঘাটতি পাওয়া যায়। ছয় মাস আগের এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত ও দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষে ক্যাশিয়ার ইউসুফ শেখের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে কমিশনের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার কথা উল্লেখ করে এজাহারে বলা হয়, ইউসুফ শেখ ২০১৬ সাল থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের রূপালী ব্যাংকের নওপাড়া শাখায় অস্থায়ী ভিত্তিতে সহকারী অফিসার (গ্রেড-২) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৭ জানুয়ারি সহকারী অফিসার হিসেবে ব্যাংকের একই শাখায় যোগ দেন। ব্যাংকের নগদ অর্থ গ্রহণ ও প্রদানে দায়িত্বপ্রাপ্ত হয়ে গত বছরের ১১ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টায় চা খাওয়ার কথা বলে পালিয়ে যান। সেদিন সন্ধ্যা পর্যন্ত ব্যাংকে আর ফিরে না আসায় সন্দেহ হয় ব্যাংক ব্যবস্থাপকের। পরে দুই কর্মকর্তাকে দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে ক্যাশ মিলাতে গিয়ে ৬১ লাখ ৭৯ হাজার ৭৯ টাকা ঘাটতি পাওয়া যায়। পরে বিষয়টি শাখা ব্যবস্থাপক ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
বিভাগীয় তদন্তে দেখা যায়, ঘটনার আগের কার্যদিবস, অর্থাৎ ২০২২ সালের ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাংকের নগদ তহবিলের ক্লোজিং ব্যালেন্স ছিল ৩৮ রাখ ৬৪ হাজার ১৯১ টাকা। এরপর ১১ ডিসেম্বর রবিবার নগদ গ্রহণ করা হয় আরও ৮১ লাখ ৫১ হাজা ১৭৬ টাকা। সেদিন মোট নগদ তহবিল দাঁড়ায় ১ কোটি ২০ লাখ ১৫ হাজার ৩৬৭ টাকা। একই দিন নগদ প্রদান করা হয় ২০ লাখ ৮০ হাজার ৮৮০ টাকা। সুতরাং সমাপনী নগদ তহবিল থাকার কথা ছিল ৯৯ লাখ ৩৪ হাজার ৪৮৬ টাকা। কিন্তু সমাপনী নগদ তহবিল পাওয়া যায় ৩৭ লাখ ৫৫ হাজার ৪০৭ টাকা। সর্বমোট ঘাটতি পাওয়া যায় ৬১ লাখ ৭৯ হাজার ৭৯ টাকা। এই পরিমাণ টাকা আসামি ইউসুফ শেখ বিভিন্ন অপকৌশল ও প্রতারণার মাধ্যমে তছরুপ ও আত্মসাৎ করে ব্যাংক থেকে পালিয়ে যায় বলে আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর ইউসুফ শেখকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।
এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান গত বছরের ১৩ ডিসেম্বর লৌহজং থাকায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেন। পরবর্তীতে তা দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। দুদকের প্রতিবেদনের কথা তুলে ধরে মামলায় বলা হয়, আসামি ইউসুফ শেখ ব্যাংকে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, অপকৌশলে ব্যাংক থেকে ওই টাকা তছরুপ ও আত্মসাৎ করে পলাতক রয়েছে, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
রূপালী ব্যাংকের মুন্সিগঞ্জের নওপাড়া শাখায় নগদ অর্থ গ্রহণ ও প্রদান সংক্রান্ত কাজে দায়িত্বপ্রাপ্ত ছিলেন একমাত্র ক্যাশিয়ার ইউসুফ শেখ। দায়িত্বরত অবস্থায় একদিন চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে পালিয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়নি। তখন ব্যাংক ব্যবস্থাপকের সন্দেহ হলে ব্যাংকের আরও দুই কর্মকর্তাকে দিয়ে ক্যাশ মিলাতে গিয়ে ৬১ লাখ ৭৯ হাজার ৭৯ টাকা ঘাটতি পাওয়া যায়। ছয় মাস আগের এ ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ তদন্ত ও দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শেষে ক্যাশিয়ার ইউসুফ শেখের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করা হয়েছে।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসান উদ্দিন বাদী হয়ে কমিশনের নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের অনুসন্ধান ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার কথা উল্লেখ করে এজাহারে বলা হয়, ইউসুফ শেখ ২০১৬ সাল থেকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের রূপালী ব্যাংকের নওপাড়া শাখায় অস্থায়ী ভিত্তিতে সহকারী অফিসার (গ্রেড-২) হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১৯ সালের ২৭ জানুয়ারি সহকারী অফিসার হিসেবে ব্যাংকের একই শাখায় যোগ দেন। ব্যাংকের নগদ অর্থ গ্রহণ ও প্রদানে দায়িত্বপ্রাপ্ত হয়ে গত বছরের ১১ ডিসেম্বর দুপুর সাড়ে ৩টায় চা খাওয়ার কথা বলে পালিয়ে যান। সেদিন সন্ধ্যা পর্যন্ত ব্যাংকে আর ফিরে না আসায় সন্দেহ হয় ব্যাংক ব্যবস্থাপকের। পরে দুই কর্মকর্তাকে দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে ক্যাশ মিলাতে গিয়ে ৬১ লাখ ৭৯ হাজার ৭৯ টাকা ঘাটতি পাওয়া যায়। পরে বিষয়টি শাখা ব্যবস্থাপক ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে একটি বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।
বিভাগীয় তদন্তে দেখা যায়, ঘটনার আগের কার্যদিবস, অর্থাৎ ২০২২ সালের ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাংকের নগদ তহবিলের ক্লোজিং ব্যালেন্স ছিল ৩৮ রাখ ৬৪ হাজার ১৯১ টাকা। এরপর ১১ ডিসেম্বর রবিবার নগদ গ্রহণ করা হয় আরও ৮১ লাখ ৫১ হাজা ১৭৬ টাকা। সেদিন মোট নগদ তহবিল দাঁড়ায় ১ কোটি ২০ লাখ ১৫ হাজার ৩৬৭ টাকা। একই দিন নগদ প্রদান করা হয় ২০ লাখ ৮০ হাজার ৮৮০ টাকা। সুতরাং সমাপনী নগদ তহবিল থাকার কথা ছিল ৯৯ লাখ ৩৪ হাজার ৪৮৬ টাকা। কিন্তু সমাপনী নগদ তহবিল পাওয়া যায় ৩৭ লাখ ৫৫ হাজার ৪০৭ টাকা। সর্বমোট ঘাটতি পাওয়া যায় ৬১ লাখ ৭৯ হাজার ৭৯ টাকা। এই পরিমাণ টাকা আসামি ইউসুফ শেখ বিভিন্ন অপকৌশল ও প্রতারণার মাধ্যমে তছরুপ ও আত্মসাৎ করে ব্যাংক থেকে পালিয়ে যায় বলে আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার পর ইউসুফ শেখকে সাময়িক বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ।
এ ঘটনায় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান গত বছরের ১৩ ডিসেম্বর লৌহজং থাকায় একটি সাধারণ ডায়েরি (ডিজি) করেন। পরবর্তীতে তা দুর্নীতি দমন কমিশনে তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। দুদকের প্রতিবেদনের কথা তুলে ধরে মামলায় বলা হয়, আসামি ইউসুফ শেখ ব্যাংকে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, অপকৌশলে ব্যাংক থেকে ওই টাকা তছরুপ ও আত্মসাৎ করে পলাতক রয়েছে, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়। মামলায় আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
সকালে সাপ্তাহিক মাশওয়ারা শেষে কাকরাইল মসজিদের সাথিদের একটি বড় অংশ মিন্টু রোডে জমায়েত হন। তবে পুলিশ প্রশাসনের বাধায় কয়েকশ মুসল্লি সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রেস সচিব তাঁদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি দেন।
১ মিনিট আগেআমেরিকা প্রবাসী সাবিহা সুলতানার বাড়িতে প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন রাজন ঢালী।
১৬ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে চালককে পিটুনি দিয়েছে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১ ঘণ্টা আগেঅবাধ, সুষ্ঠু, স্বচ্ছ নির্বাচন চায় কমনওয়েলথ, যেখানে এ দেশের জনগণের মতামত প্রতিফলিত হবে। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমনওয়েলথের সহকারী মহাসচিব লুইস গাব্রিয়েল ফ্রান্সেসসি।
২ ঘণ্টা আগে