নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিবাসী শ্রমিকদের দিয়ে মজুরি দাসত্ব চলছে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট-রামরুর, মাইগ্রেন্ট ফোরাম ইন এশিয়া ও বণিক বার্তার উদ্যোগে ‘মজুরি চুরি বিষয়ে অভিবাসী শ্রমিকদের গণসাক্ষ্য’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘মধ্যপ্রাচ্যে একজন শ্রমিককে দিয়ে ৮ ঘণ্টার বদলে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে, এটা মজুরি দাসত্ব। এসব অভিবাসী শ্রমিকেরা চারটি পর্যায়ে অবিচার, বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন।
‘শ্রমিকেরা যখন বিদেশ যাচ্ছেন তখন যাওয়ার খরচ নিয়ে প্রতারণা হচ্ছে। এখানেই অবিচারের শুরু। এরপর মজুরি চুরি হচ্ছে। অর্থাৎ যে টাকা তাঁকে মজুরি দেওয়ার কথা বলে নেওয়া হচ্ছে তা দেওয়া হচ্ছে না। এ ব্যাপারটি সরকার প্রধানের দৃষ্টিগোচরে এসেছে শুনেছি। তাই এ ব্যাপারে একটি সমাধান আসতে পারে। এরপর যখন তাঁরা এসব বিষয়ে অভিযোগ করেন তার প্রতিকার পান না। এই প্রতিকারহীনতা, এই অবিচার দূর করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। নতুন আরেকটি প্রতারণা হলো ভিসা জালিয়াতি, দুই দেশের দুষ্ট চক্রই এ ক্ষেত্রে জড়িত। এ দেশে একটি রাজনৈতিক দুষ্ট চক্র এর সঙ্গে জড়িত। যারা অবৈধ হচ্ছে তাঁরা সেখানে যাওয়ার পর এসব দুষ্ট চক্রের প্রতারণার কারণেও অবৈধ হচ্ছে। এই বিষয়টিও বিবেচনায় রেখে সমাধানের চেষ্টা করতে হবে।’
কোভিড জাস্টিস ফান্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স নামে একটি ফান্ড করার প্রস্তাব দিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি দেশ মিলে এটি করতে হবে। আমাদের অবশ্যই ব্যক্তির সমাধান দিতে। কাঠামোগত মজুরি চুরির মতো বিষয়গুলো সমাধানে আমাদের রাষ্ট্র, বিদেশি রাষ্ট্র, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
রামরুর নির্বাহী পরিচালক ড. সি আর আবরার বলেন, ‘শ্রমিকদের মজুরি ও সম্মান যদি নিশ্চিত করতে না পারে তবে বিদেশে এই রাষ্ট্রের শ্রমিক পাঠানো উচিত না। স্বাস্থ্য ও ন্যায়বিচার এই দুটি ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। মজুরি চুরির বিষয়টি অন্তত নথিভুক্ত করা হোক। যাতে তাঁরা পরে হলেও ক্ষতিপূরণ পায়।’
প্রেস কাউন্সিলের সভাপতি ও সাবেক বিচারপতি নিজামুল হক নাজিম বলেন, ‘আমরা দেশে বসে প্রবাসী শ্রমিকদের কষ্ট বুঝতে পারি না। তাঁদের অর্থে আমাদের অর্থনীতি সচল হচ্ছে। এসব শ্রমিকদের পক্ষে কথা বলতে সরকার ভয় পায়। যদি ওই সব দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। তবে এখন শ্রমিকদের পক্ষে কথা বলা উচিত। তাঁরা যে চুক্তিতে যাচ্ছে সেসব সুবিধা পাচ্ছে কিনা তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আশা করি সরকার সে দায়িত্ব পালন করবে।’
অনুষ্ঠানে আগত অভিবাসী শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। তাঁরা বলেন, ‘অভিবাসী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয়, তাঁরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে জন্য তাঁরা কিন্তু কোনো সহায়তা পায় না। মধ্যপ্রাচ্যের একটি দেশে যেখানে ২০ হাজার টাকার মতো খরচ হয়, সেখানে একজন শ্রমিকের কাছ থেকে ৪ লাখ পর্যন্ত নেওয়া হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধান করা দরকার।’
অভিবাসী শ্রমিকদের দিয়ে মজুরি দাসত্ব চলছে বলে মন্তব্য করেছেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেসক্লাবে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট-রামরুর, মাইগ্রেন্ট ফোরাম ইন এশিয়া ও বণিক বার্তার উদ্যোগে ‘মজুরি চুরি বিষয়ে অভিবাসী শ্রমিকদের গণসাক্ষ্য’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘মধ্যপ্রাচ্যে একজন শ্রমিককে দিয়ে ৮ ঘণ্টার বদলে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে, এটা মজুরি দাসত্ব। এসব অভিবাসী শ্রমিকেরা চারটি পর্যায়ে অবিচার, বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন।
‘শ্রমিকেরা যখন বিদেশ যাচ্ছেন তখন যাওয়ার খরচ নিয়ে প্রতারণা হচ্ছে। এখানেই অবিচারের শুরু। এরপর মজুরি চুরি হচ্ছে। অর্থাৎ যে টাকা তাঁকে মজুরি দেওয়ার কথা বলে নেওয়া হচ্ছে তা দেওয়া হচ্ছে না। এ ব্যাপারটি সরকার প্রধানের দৃষ্টিগোচরে এসেছে শুনেছি। তাই এ ব্যাপারে একটি সমাধান আসতে পারে। এরপর যখন তাঁরা এসব বিষয়ে অভিযোগ করেন তার প্রতিকার পান না। এই প্রতিকারহীনতা, এই অবিচার দূর করার জন্য নীতি নির্ধারণী পর্যায়ে পদক্ষেপ নিতে হবে। নতুন আরেকটি প্রতারণা হলো ভিসা জালিয়াতি, দুই দেশের দুষ্ট চক্রই এ ক্ষেত্রে জড়িত। এ দেশে একটি রাজনৈতিক দুষ্ট চক্র এর সঙ্গে জড়িত। যারা অবৈধ হচ্ছে তাঁরা সেখানে যাওয়ার পর এসব দুষ্ট চক্রের প্রতারণার কারণেও অবৈধ হচ্ছে। এই বিষয়টিও বিবেচনায় রেখে সমাধানের চেষ্টা করতে হবে।’
কোভিড জাস্টিস ফান্ড ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স নামে একটি ফান্ড করার প্রস্তাব দিয়ে হোসেন জিল্লুর রহমান বলেন, ‘শ্রমিকদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি দেশ মিলে এটি করতে হবে। আমাদের অবশ্যই ব্যক্তির সমাধান দিতে। কাঠামোগত মজুরি চুরির মতো বিষয়গুলো সমাধানে আমাদের রাষ্ট্র, বিদেশি রাষ্ট্র, দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’
রামরুর নির্বাহী পরিচালক ড. সি আর আবরার বলেন, ‘শ্রমিকদের মজুরি ও সম্মান যদি নিশ্চিত করতে না পারে তবে বিদেশে এই রাষ্ট্রের শ্রমিক পাঠানো উচিত না। স্বাস্থ্য ও ন্যায়বিচার এই দুটি ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব দিয়ে সমাধান করতে হবে। মজুরি চুরির বিষয়টি অন্তত নথিভুক্ত করা হোক। যাতে তাঁরা পরে হলেও ক্ষতিপূরণ পায়।’
প্রেস কাউন্সিলের সভাপতি ও সাবেক বিচারপতি নিজামুল হক নাজিম বলেন, ‘আমরা দেশে বসে প্রবাসী শ্রমিকদের কষ্ট বুঝতে পারি না। তাঁদের অর্থে আমাদের অর্থনীতি সচল হচ্ছে। এসব শ্রমিকদের পক্ষে কথা বলতে সরকার ভয় পায়। যদি ওই সব দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। তবে এখন শ্রমিকদের পক্ষে কথা বলা উচিত। তাঁরা যে চুক্তিতে যাচ্ছে সেসব সুবিধা পাচ্ছে কিনা তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আশা করি সরকার সে দায়িত্ব পালন করবে।’
অনুষ্ঠানে আগত অভিবাসী শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। তাঁরা বলেন, ‘অভিবাসী শ্রমিকদের যেভাবে আটকে রাখা হয়, তাঁরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়, সে জন্য তাঁরা কিন্তু কোনো সহায়তা পায় না। মধ্যপ্রাচ্যের একটি দেশে যেখানে ২০ হাজার টাকার মতো খরচ হয়, সেখানে একজন শ্রমিকের কাছ থেকে ৪ লাখ পর্যন্ত নেওয়া হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধান করা দরকার।’
গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বেতনের দাবিতে ষষ্ঠ দিনের মতো চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আজ বুধবারও বিক্ষোভ করছে। অবরোধ শুরু হওয়ার আগে সড়ক পারাপারের সময় হামিম গ্রুপের একটি কারখানার তিন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনায় ওই কারখানার শ্রমিকেরাও..
১৩ মিনিট আগেপ্যাডেলচালিত রিকশা সিটি করপোরেশন থেকে লাইসেন্স নেওয়ার বিধান আছে। কিন্তু ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স দেওয়ার কোনো বিধান বা আইন নেই। ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স পেতে ২০১৩ ও ২০১৪ সালে রিট করা হয়েছিল। তবে হাইকোর্ট ওই সময় রিট দুটি খারিজ করে দেন...
১৬ মিনিট আগেবগুড়ায় নিখোঁজের পর মুক্তিপণ দাবি করা সেই শিশুর লাশ পাওয়া গেছে গ্রামের একটি পুকুরে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদরের গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির লাশ ভেসে উঠে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এ সব তথ্য নিশ্চিত করেছেন...
৩২ মিনিট আগেশুনানি শেষে আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিন সদস্যের ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাঁদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে এক মাস সময় দেওয়া হয়।
৩৭ মিনিট আগে