নিজস্ব প্রতিবেদক
ঢাকা: অন্যবার ২৯ রোজার দিন থেকে ঈদের সরকারি ছুটি দেওয়া হলেও এবার ২৯তম রোজার দিন অর্থাৎ ১২ মে বুধবার সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঈদের ছুটি থাকবে।
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর। আর রোজা ৩০টি হলে ঈদ হবে ১৪ মে, শুক্রবার।
সাধারণত ২৯ রোজার দিন থেকে তিন দিন ঈদের ছুটি দেওয়া হয়। আর রোজা ৩০টি হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চার দিন। এবার কেন ২৯ রোজার দিন সরকারি অফিস খোলা রাখা হচ্ছে, এ প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেটি তো আগে থেকে জানার কোনো অপশন নেই। কিন্তু ২৯ রোজা শেষ করে অর্থাৎ ১২ মে বুধবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কবে ঈদ হবে তা জানা যাবে। ২৯ রোজার পর ঈদ হলে বৃহস্পতিবার ঈদ করতে অনেকেই বাড়ি ফিরতে পারবেন না।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তানাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার তিন দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। ঈদের ছুটিতে সবাই যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন সেজন্য এবার ২৯ রোজা থেকে ঈদের ছুটি দেওয়া হয়নি।
ঢাকা: অন্যবার ২৯ রোজার দিন থেকে ঈদের সরকারি ছুটি দেওয়া হলেও এবার ২৯তম রোজার দিন অর্থাৎ ১২ মে বুধবার সরকারি অফিস খোলা থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
তিনি বলেন, আগামীকাল বুধবার সরকারি অফিস খোলা থাকবে। বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। বৃহস্পতি, শুক্র ও শনিবার ঈদের ছুটি থাকবে।
শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে কবে হবে ঈদুল ফিতর। রোজা ২৯টি হলে ১৩ মে বৃহস্পতিবার হবে ঈদুল ফিতর। আর রোজা ৩০টি হলে ঈদ হবে ১৪ মে, শুক্রবার।
সাধারণত ২৯ রোজার দিন থেকে তিন দিন ঈদের ছুটি দেওয়া হয়। আর রোজা ৩০টি হলে ঈদের ছুটি একদিন বেড়ে হয় চার দিন। এবার কেন ২৯ রোজার দিন সরকারি অফিস খোলা রাখা হচ্ছে, এ প্রশ্নে জনপ্রশাসন সচিব বলেন, রোজা ২৯টি হবে নাকি ৩০টি হবে সেটি তো আগে থেকে জানার কোনো অপশন নেই। কিন্তু ২৯ রোজা শেষ করে অর্থাৎ ১২ মে বুধবার সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় কবে ঈদ হবে তা জানা যাবে। ২৯ রোজার পর ঈদ হলে বৃহস্পতিবার ঈদ করতে অনেকেই বাড়ি ফিরতে পারবেন না।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তানাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার তিন দিনের বেশি ঈদের ছুটি দেওয়া যাবে না বলে সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছে। ঈদের ছুটিতে সবাই যাতে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করেন সেজন্য এবার ২৯ রোজা থেকে ঈদের ছুটি দেওয়া হয়নি।
চাঁদপুরে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শনিবার শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৩ মিনিট আগেবরিশালের গৌরনদী পৌর বিএনপির সাবেক এক নেতাকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে বিএনপির আরেক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২০ মিনিট আগেরাজধানীর উত্তরখানের শাহ কবীর (রহ.) মাজার থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর। আজ শনিবার সন্ধ্যায় জিয়ারতকারীদের বিশ্রামাগার থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ
২২ মিনিট আগেজানাজার পর আমাকে ও ছেলে সাদ বিন আজিজুর রহমানকে র্যাব তাদের কার্যালয়ে নিয়ে যায়। এরপর সাদকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন আমি পাশের রুমে বসে ছিলাম। সাদকে অনেক টর্চার করা হচ্ছে আমি বুঝতে পারি। মনে হয় এ কারণেই সাদ তার মাকে হত্যার স্বীকারোক্তি দিয়েছিল।
৩৩ মিনিট আগে