নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মা হারানো পাবনার চার বছরের শিশুকন্যাকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। সাবালিকা হওয়া পর্যন্ত সে নানির কাছেই থাকবে। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।
বাবার জিম্মায় দেওয়া বিচারিক আদালতের আদেশ বাতিল করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চ এই রায় দেন।
জানা যায়, শিশুটির জন্ম ২০১৯ সালের ৩০ মে। জন্মের ১০ দিন পর মা মারা যান। তখন থেকেই সে নানি ও খালার কাছে থাকে। এর মধ্যে পাঁচ মাস বয়সের সময় শিশুটিকে পেতে বাবা আদালতের দ্বারস্থ হন। তবে আদালত শিশুটিকে নানি ও খালার জিম্মায় রাখার আদেশ দেন। সেখানে অন্তত সাত বছর রাখার কথা বলা হয়। পরে বাবা রিভিশন আবেদন করলে গত বছরের ২২ সেপ্টেম্বর পাবনার অতিরিক্ত জেলা জজ আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন। আর সেই আদেশ বাতিল চেয়ে নানি হাইকোর্টে আবেদন করেন।
হাইকোর্ট শিশুসহ বাবা ও নানিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে তাঁরা আজ হাজির হন। আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকার কথা বলে। এরপর হাইকোর্ট শিশুটিকে নানির জিম্মায় দেন।
নানি জাহানারা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে ছিলেন মো. শহীদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
মা হারানো পাবনার চার বছরের শিশুকন্যাকে নানির জিম্মায় দিয়েছেন হাইকোর্ট। সাবালিকা হওয়া পর্যন্ত সে নানির কাছেই থাকবে। আর ভরণপোষণ দিতে হবে বাবাকে।
বাবার জিম্মায় দেওয়া বিচারিক আদালতের আদেশ বাতিল করে আজ বৃহস্পতিবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের বেঞ্চ এই রায় দেন।
জানা যায়, শিশুটির জন্ম ২০১৯ সালের ৩০ মে। জন্মের ১০ দিন পর মা মারা যান। তখন থেকেই সে নানি ও খালার কাছে থাকে। এর মধ্যে পাঁচ মাস বয়সের সময় শিশুটিকে পেতে বাবা আদালতের দ্বারস্থ হন। তবে আদালত শিশুটিকে নানি ও খালার জিম্মায় রাখার আদেশ দেন। সেখানে অন্তত সাত বছর রাখার কথা বলা হয়। পরে বাবা রিভিশন আবেদন করলে গত বছরের ২২ সেপ্টেম্বর পাবনার অতিরিক্ত জেলা জজ আদালত শিশুটিকে বাবার জিম্মায় দেন। আর সেই আদেশ বাতিল চেয়ে নানি হাইকোর্টে আবেদন করেন।
হাইকোর্ট শিশুসহ বাবা ও নানিকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিলে তাঁরা আজ হাজির হন। আদালত শিশুর কাছে জানতে চান, সে কার কাছে থাকতে চায়। জবাবে শিশুটি নানির কাছে থাকার কথা বলে। এরপর হাইকোর্ট শিশুটিকে নানির জিম্মায় দেন।
নানি জাহানারা বেগমের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হাই সরকার। বাবা মো. ফজলে রাব্বীর পক্ষে ছিলেন মো. শহীদুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
অ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
২ মিনিট আগেগাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রোববার সকাল ৯টা থেকে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন। তাতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
১৪ মিনিট আগেআওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন দাবি করে ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মুক্ত করার এবং বিএনপির মেম্বারদের দিয়ে পরিচালনা করার দাবি জানিয়েছেন শ্রীপুরের কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা।
১৬ মিনিট আগেঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩২ মিনিট আগে