রায়পুরায় মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২, ১৬: ৪১

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় সাইফুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ বুধবার দুপুর পৌঁনে ১টায় ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলা ভিটিমরজাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার মুছাকান্দা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। আহত আবদুর রহমান নামে একজনের নাম পাওয়া গেছে।

হাইওয়ে পুলিশ জানান, ভৈরব থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কে ভিটিমরজাল এলাকায় আসলে ভৈরব গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত হন মাইক্রোবাসে থাকা একজন মোটরবাইকের থাকা দুই আরোহী। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী ও ঢাকার হাসপাতালে পাঠানো হয়। নরসিংদী যাওয়া পথে সাইফুল ইসলাম নামে একজন নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। 

ভৈরব হাইওয়ে থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, ‘এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পথে একজন নিহত এবং বাকি দুজন আহত হন। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত