রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় বিয়েবাড়িতে খাওয়ার সময় কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। পরে নববধূ আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে (২০) সঙ্গে পৌর এলাকার হাসিমপুর এলাকার আতাউর রহমানের ছেলের (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী এলে শুরু হয় খাওয়াদাওয়া। একপর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়ায় বরের বাবা খাবারভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক, হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় তন্ময় কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা-পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রকিব বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আমরা চলে এলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে যায়। এ ঘটনার পর কনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’
নরসিংদীর রায়পুরায় বিয়েবাড়িতে খাওয়ার সময় কম দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর বিয়ে সম্পন্ন না করেই বরপক্ষ কনের বাড়ি থেকে ফিরে গেছে। পরে নববধূ আত্মহত্যার চেষ্টা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে (২০) সঙ্গে পৌর এলাকার হাসিমপুর এলাকার আতাউর রহমানের ছেলের (২৫) দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর দুই পরিবারের সম্মতিতে গতকাল শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। দুপুরের পর বরযাত্রী এলে শুরু হয় খাওয়াদাওয়া। একপর্যায়ে বরপক্ষকে খাবার পরিমাণে কম দেওয়ায় বরের বাবা খাবারভর্তি প্লেট ছুড়ে ফেলে দেন। এরপর শুরু হয় দুই পক্ষের তর্কবিতর্ক, হাতাহাতি থেকে শুরু হয় মারামারি। এ ঘটনায় তন্ময় কুমার সাহা নামের স্থানীয় এক সাংবাদিকসহ দুই পক্ষের ১০ জন আহত হন। পরে রায়পুরা থানা-পুলিশ আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও বিয়ে সম্পন্ন না করেই ফিরে যান বরযাত্রীরা। অন্যদিকে বিয়ে ভেঙে যাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন কনে।
রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল ইসলাম রকিব বলেন, ‘বরপক্ষকে খাবার কম দেওয়ায় বরের বাবা খাবারসহ প্লেট ফেলে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে আমরা চলে এলে শুনতে পাই বরপক্ষ বিয়ে সম্পন্ন না করেই চলে যায়। এ ঘটনার পর কনে আত্মহত্যার চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ করেনি।’
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
১ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
২ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৩ ঘণ্টা আগে