ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, আলম উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। স্ত্রী জহুরা বেগম একমাত্র সন্তানকে (মেয়ে) নিয়ে তাঁর বাবার বাড়িতে রয়েছেন। গতকাল রাতে আলম ঘরে একা ঘুমিয়ে পড়েন।
আলমের ভাতিজি রিমা আক্তার জানান, গতকাল মধ্যরাতের দিকে তিনি তাঁর চাচা আলমের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। শব্দ শুনে ভয় পেয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি তাঁর মাকে জানান। পরে তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে সামনে গিয়ে ডাকাডাকি করেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। তাঁর চাচা বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝরছে। রক্তে বিছানার চাদর ভিজে গেছে।
রিমা আরও জানান, শ্বাসনালি কেটে ফেলায় গলা থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল আলমের। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসার কিছুক্ষণ পর মারা যান আলম। তাঁরা একপাশে সিঁধ কাটা দেখতে পান। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এসে লাশ নিয়ে যায়। এভাবে সিঁধ কেটে ঘরে ঢুকে কে বা কারা, কী কারণে আলমকে হত্যা করেছে সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারেননি।
ওসি লোকমান বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
টাঙ্গাইলের ঘাটাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার ছুনটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, আলম উপজেলার জামুরিয়া ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। স্ত্রী জহুরা বেগম একমাত্র সন্তানকে (মেয়ে) নিয়ে তাঁর বাবার বাড়িতে রয়েছেন। গতকাল রাতে আলম ঘরে একা ঘুমিয়ে পড়েন।
আলমের ভাতিজি রিমা আক্তার জানান, গতকাল মধ্যরাতের দিকে তিনি তাঁর চাচা আলমের ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনতে পান। শব্দ শুনে ভয় পেয়ে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি তাঁর মাকে জানান। পরে তিনি তাঁর মাকে সঙ্গে নিয়ে চাচার ঘরে সামনে গিয়ে ডাকাডাকি করেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে দেখতে পান ঘরের দরজা খোলা। তাঁর চাচা বিছানায় পড়ে আছেন। গলা থেকে রক্ত ঝরছে। রক্তে বিছানার চাদর ভিজে গেছে।
রিমা আরও জানান, শ্বাসনালি কেটে ফেলায় গলা থেকে অস্বাভাবিক শব্দ বের হচ্ছিল আলমের। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন আসার কিছুক্ষণ পর মারা যান আলম। তাঁরা একপাশে সিঁধ কাটা দেখতে পান। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে এসে লাশ নিয়ে যায়। এভাবে সিঁধ কেটে ঘরে ঢুকে কে বা কারা, কী কারণে আলমকে হত্যা করেছে সে বিষয়ে পরিবারের লোকজন কিছুই বলতে পারেননি।
ওসি লোকমান বলেন, লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৪ মিনিট আগেমাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
৩১ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
১ ঘণ্টা আগে