নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালত অবমাননা আইন-২০১৩ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সাক্ষরের পর ৩৮ পৃষ্ঠার ওই পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ জানান, আদালত রায়ে বলেছেন—মনে হয় নির্দিষ্ট একটি গ্রুপকে আদালত অবমাননার দায় হতে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আইনটি প্রণয়ন করা করা হয়েছে।
এতে বলা হয়, সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুসারে যেকোনো নাগরিক আদালতের রায় অমান্য করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালত শাস্তি দিতে পারেন। অনুচ্ছেদ ১১২ অনুসারে রাষ্ট্রের সব কর্তৃপক্ষ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগীয় ব্যক্তিরা সুপ্রিম কোর্টের কাজে সাহায্য করবে। সংবিধানে উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আদালত অবমাননা আইনের বেশ কিছু ধারায় সংবিধানের ওই নির্দেশনাকে অগ্রাহ্য করা হয়েছে। এ ছাড়া সংবিধানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং একই প্রতিকার পাওয়ার বিধান থাকলেও কিছু ধারা বিশেষ ব্যক্তিদের সুরক্ষা দিয়েছে। এসব কারণে আদালত অবমাননা আইনের ওই ধারাগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক।
রায়ে আরও বলা হয়, ২০১৩ সালের আইনের ৪,৫, ৬,৭, ৯,১০, ১১ ও ১৩ (২) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল। আর উল্লেখিত মূল ধারাগুলো না থাকলে আইনের অন্যান্য বিষয়গুলো অপ্রয়োজনীয় হয়ে যায়। সে কারণে ‘আদালত অবমাননা আইন-২০১৩’ সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হলো। সেই সঙ্গে রায়ে ১৯২৬ সালের আদালত অবমাননা আইন পূর্ণ বহাল করা হয় বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। পরে একই বছরের ২৫ মার্চ নতুন আইনের ৪,৫, ৬,৭, ৯,১০, ১১ ও ১৩ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দুই আইনজীবী হাইকোর্টে রিট করলে ওই সময় রুল জারি করা হয়। ওই রুলের চূড়ান্ত শুনানি ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন আদালত।
আদালত অবমাননা আইন-২০১৩ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সাক্ষরের পর ৩৮ পৃষ্ঠার ওই পূর্ণাঙ্গ অনুলিপি বুধবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ।
মনজিল মোরসেদ জানান, আদালত রায়ে বলেছেন—মনে হয় নির্দিষ্ট একটি গ্রুপকে আদালত অবমাননার দায় হতে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আইনটি প্রণয়ন করা করা হয়েছে।
এতে বলা হয়, সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুসারে যেকোনো নাগরিক আদালতের রায় অমান্য করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আদালত শাস্তি দিতে পারেন। অনুচ্ছেদ ১১২ অনুসারে রাষ্ট্রের সব কর্তৃপক্ষ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগীয় ব্যক্তিরা সুপ্রিম কোর্টের কাজে সাহায্য করবে। সংবিধানে উক্ত নির্দেশনা থাকা সত্ত্বেও আদালত অবমাননা আইনের বেশ কিছু ধারায় সংবিধানের ওই নির্দেশনাকে অগ্রাহ্য করা হয়েছে। এ ছাড়া সংবিধানে আইনের দৃষ্টিতে সবাই সমান এবং একই প্রতিকার পাওয়ার বিধান থাকলেও কিছু ধারা বিশেষ ব্যক্তিদের সুরক্ষা দিয়েছে। এসব কারণে আদালত অবমাননা আইনের ওই ধারাগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এবং বৈষম্যমূলক।
রায়ে আরও বলা হয়, ২০১৩ সালের আইনের ৪,৫, ৬,৭, ৯,১০, ১১ ও ১৩ (২) ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা বাতিল। আর উল্লেখিত মূল ধারাগুলো না থাকলে আইনের অন্যান্য বিষয়গুলো অপ্রয়োজনীয় হয়ে যায়। সে কারণে ‘আদালত অবমাননা আইন-২০১৩’ সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হলো। সেই সঙ্গে রায়ে ১৯২৬ সালের আদালত অবমাননা আইন পূর্ণ বহাল করা হয় বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি জাতীয় সংসদে আদালত অবমাননা আইন, ২০১৩ পাস হয়। পরে একই বছরের ২৫ মার্চ নতুন আইনের ৪,৫, ৬,৭, ৯,১০, ১১ ও ১৩ (২) ধারার বৈধতা চ্যালেঞ্জ করে দুই আইনজীবী হাইকোর্টে রিট করলে ওই সময় রুল জারি করা হয়। ওই রুলের চূড়ান্ত শুনানি ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করেন আদালত।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১ ঘণ্টা আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
১ ঘণ্টা আগে