মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে নির্বাচন পরবর্তী বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাওসার দরজি (২৫) নামের এক যুবক মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত কাওসার দরজি উত্তর ঝিকরহাটি এলাকার ইদ্রিস দরজির ছেলে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুতর জখম অবস্থায় কাওসার দরজি নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ইকবাল দরজি ও আলিম দরজি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ইকবাল দরজি জয়লাভ করেন। নিহত কাওসার দরজি ইকবাল দরজির সমর্থক ছিল।
শনিবার রাতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলিম দরজির সমর্থক ও ইকবাল দরজির সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও হাত বোমা বিস্ফোরণ করে হামলাকারীরা। সংঘর্ষের একপর্যায়ে আলিম দরজির সমর্থকেরা কাওসার দরজিকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।
ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল দরজি জানান, ‘নির্বাচনে পরাজিত হয়ে আলিম দরজি ও তাঁর সমর্থকেরা হিংস্র হয়ে উঠেছে। তাই তাঁর ভাইয়ের ছেলে এনামুলসহ কয়েকজন কাওসারকে কুপিয়ে হত্যা করেছে। তা ছাড়া আলিম দরজি অন্য এলাকা থেকে লোকজন এনে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি এই হত্যার কঠিন বিচার চাই।’
এ ব্যাপারে জানতে পরাজিত ইউপি সদস্য আলিম দরজির মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে এক যুবক মারা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।’
মাদারীপুরে নির্বাচন পরবর্তী বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে কাওসার দরজি (২৫) নামের এক যুবক মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত কাওসার দরজি উত্তর ঝিকরহাটি এলাকার ইদ্রিস দরজির ছেলে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গুরুতর জখম অবস্থায় কাওসার দরজি নামের এক যুবক হাসপাতালে ভর্তি হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।’
স্থানীয়দের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে ইকবাল দরজি ও আলিম দরজি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ইকবাল দরজি জয়লাভ করেন। নিহত কাওসার দরজি ইকবাল দরজির সমর্থক ছিল।
শনিবার রাতে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে আলিম দরজির সমর্থক ও ইকবাল দরজির সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর ও হাত বোমা বিস্ফোরণ করে হামলাকারীরা। সংঘর্ষের একপর্যায়ে আলিম দরজির সমর্থকেরা কাওসার দরজিকে কুপিয়ে আহত করে। পরবর্তীতে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন তিনি অবস্থায় মারা যান।
ঘটমাঝি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল দরজি জানান, ‘নির্বাচনে পরাজিত হয়ে আলিম দরজি ও তাঁর সমর্থকেরা হিংস্র হয়ে উঠেছে। তাই তাঁর ভাইয়ের ছেলে এনামুলসহ কয়েকজন কাওসারকে কুপিয়ে হত্যা করেছে। তা ছাড়া আলিম দরজি অন্য এলাকা থেকে লোকজন এনে আমাদের ওপর হামলা চালিয়েছে। আমি এই হত্যার কঠিন বিচার চাই।’
এ ব্যাপারে জানতে পরাজিত ইউপি সদস্য আলিম দরজির মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, ‘দুপক্ষের সংঘর্ষে এক যুবক মারা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছি।’
ফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
১৩ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
২২ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
১ ঘণ্টা আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে