রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় নির্বাচনের পূর্বশত্রুতার জেরে একজন নিহত হয়েছেন। আজ রবিবার উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলী মিয়ার ছেলে আজহার মিয়া (৪৫)।
রায়পুরা থানার উপপরিদর্শক রাকিবুল হালিম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, আজহার মিয়া বিভিন্ন মালামাল আনা-নেওয়ার কাজে মালবাহী নৌকায় মাঝি হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব চলমান ছিল। তখন নৌকার প্রার্থী মো. হোসেন ভূঁইয়ার সমর্থক মোল্লাবাড়ি ও স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভূঁইয়ার সমর্থক ছিল পাঠানবাড়ির লোকজন। নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এর জের ধরে মোল্লাবাড়ি ও পাঠানবাড়ির লোকজনের মধ্যে কয়েক দফায় হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সম্প্রতি কথা-কাটাকাটির জেরে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এক দল অন্য দলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় রবিবার ভোরে একজন নিহত এবং পাঁচজন আহত হন। তবে তাঁরা কোন দলের সেটা নিশ্চিত হওয়া যায়নি। এই হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।
এ বিষয়ে মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া জানান, তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। দিই দিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, নিজেরা নিজেদের দলের সদস্য মেরে মামলা করবে বিপরীত দলের নামে। তবে রাতের ঘটনায় কী ঘটছে তা এখনো বলতে পারছি না। নিহত ব্যক্তি কোন দলের সেটা এখনো জানা যায়নি।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।
নরসিংদীর রায়পুরায় নির্বাচনের পূর্বশত্রুতার জেরে একজন নিহত হয়েছেন। আজ রবিবার উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তি গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলী মিয়ার ছেলে আজহার মিয়া (৪৫)।
রায়পুরা থানার উপপরিদর্শক রাকিবুল হালিম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, আজহার মিয়া বিভিন্ন মালামাল আনা-নেওয়ার কাজে মালবাহী নৌকায় মাঝি হিসেবে কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব চলমান ছিল। তখন নৌকার প্রার্থী মো. হোসেন ভূঁইয়ার সমর্থক মোল্লাবাড়ি ও স্বতন্ত্র প্রার্থী সানাউল্লাহ ভূঁইয়ার সমর্থক ছিল পাঠানবাড়ির লোকজন। নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী সময়ে এর জের ধরে মোল্লাবাড়ি ও পাঠানবাড়ির লোকজনের মধ্যে কয়েক দফায় হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সম্প্রতি কথা-কাটাকাটির জেরে গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে এক দল অন্য দলের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় রবিবার ভোরে একজন নিহত এবং পাঁচজন আহত হন। তবে তাঁরা কোন দলের সেটা নিশ্চিত হওয়া যায়নি। এই হামলায় এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।
এ বিষয়ে মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়া জানান, তাদের দ্বন্দ্ব দীর্ঘদিনের। দিই দিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল, নিজেরা নিজেদের দলের সদস্য মেরে মামলা করবে বিপরীত দলের নামে। তবে রাতের ঘটনায় কী ঘটছে তা এখনো বলতে পারছি না। নিহত ব্যক্তি কোন দলের সেটা এখনো জানা যায়নি।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, গ্রামবাসীর সংঘর্ষে একজন মারা গেছেন। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৭ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৮ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে