শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শনিবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে রান্না করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।
বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘বিষয়টি আমাকে জানিয়েছেন নিহতের স্বজনেরা।’
দগ্ধ হয়ে মারা যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূ হলেন বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৫)। নজরুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি।
শেফালীর প্রতিবেশী সায়িম প্রধান জানান, গত শনিবার শেফালী বাড়িতে নিজের রান্নাঘর কাঠের লাকড়ি দিয়ে রান্না করছিলেন। এ সময় অসাবধানতায় তাঁর পরনের কাপড়ে আগুন লেগে যায়। কিন্তু তিনি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি বুঝে উঠতে পারেনি। আগুন লাগা অবস্থায় বাড়ি থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পাশের বাড়ির একটি মেয়ে তাঁকে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভান।
অগ্নিদগ্ধ অবস্থায় শেফলীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিবারের সদস্যদের জানান আগুনে গৃহবধূর শরীরের ৫৬ ভাগ পুড়ে গেছে।
বরমী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম বলেন, ‘আগুনে পুড়ে শেফালী বেগম নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আমি সার্বিক খোঁজ-খবর রাখছি।’
গাজীপুরের শ্রীপুরে অগ্নিদগ্ধ হয়ে এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শনিবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে রান্না করার সময় অগ্নিদগ্ধ হন তিনি।
বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূর মৃত্যুর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম। তিনি বলেন, ‘বিষয়টি আমাকে জানিয়েছেন নিহতের স্বজনেরা।’
দগ্ধ হয়ে মারা যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূ হলেন বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৫)। নজরুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি।
শেফালীর প্রতিবেশী সায়িম প্রধান জানান, গত শনিবার শেফালী বাড়িতে নিজের রান্নাঘর কাঠের লাকড়ি দিয়ে রান্না করছিলেন। এ সময় অসাবধানতায় তাঁর পরনের কাপড়ে আগুন লেগে যায়। কিন্তু তিনি বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় বিষয়টি বুঝে উঠতে পারেনি। আগুন লাগা অবস্থায় বাড়ি থেকে বের হয়ে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় পাশের বাড়ির একটি মেয়ে তাঁকে দেখে চিৎকার দেন। আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভান।
অগ্নিদগ্ধ অবস্থায় শেফলীকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরিবারের সদস্যদের জানান আগুনে গৃহবধূর শরীরের ৫৬ ভাগ পুড়ে গেছে।
বরমী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাদিউল ইসলাম বলেন, ‘আগুনে পুড়ে শেফালী বেগম নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে আমি সার্বিক খোঁজ-খবর রাখছি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ছাত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রোগীর থেকে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
১ few সেকেন্ড আগেপাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
৪ মিনিট আগেজাজিরা, শরীয়তপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর
৮ মিনিট আগেময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১২ মিনিট আগে