নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখনো উচ্চমাধ্যমিকের গণ্ডিই পার হননি। এর মধ্যেই জার্মানিতে উচ্চশিক্ষার প্রলোভন আসে। প্রতারক চক্রের পাল্লায় পড়েই তিন কলেজছাত্রী বাড়ি ছেড়েছেন। এরই মধ্যে তাঁদের জার্মানিতে পাচার করা হয়েছে বলেও অনুমান ওই তিন ছাত্রীর পরিবারের সদস্যদের। এদিকে পুলিশ বলছে, নিখোঁজ ছাত্রীরা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন ঠিকই, তবে এখনো তাঁরা দেশেই আছেন। তাঁদের খুঁজে বের করতে চেষ্টা চলছে।
গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর পল্লবী প্যারিস রোড এলাকা থেকে ওই তিন কলেজছাত্রী নিখোঁজ হন। তাঁরা সবাই মিরপুরের আলাদা তিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বাসা থেকে পালানোর সময় একজন ৬ লাখ ৭০ হাজার টাকা, এক ভরি স্বর্ণ, অন্যজন ১ ভরি স্বর্ণসহ ১ লাখ টাকা এবং বাকি একজন ৩০ হাজার টাকা নিয়ে বের হন। গত বৃহস্পতিবার সকালে পল্লবী থানায় অভিযোগ দায়ের করেন এক ছাত্রীর অভিভাবক মাহমুদা আক্তার। ওই নারী অভিযোগ করেন, পালানোর সময় ওই তিনজন নিজেদের শিক্ষাগত যোগ্যতার সনদ, টাকা এবং অলংকার সঙ্গে নিয়ে গেছেন। এ ঘটনায় তরিকুল, রকিবুল ও জিনিয়া নামে তিনজন জড়িত বলে দাবি করেন মাহমুদা।
এ বিষয়ে পল্লবী থানা-পুলিশের পরিদর্শক অপারেশন উদয় কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় গতকাল সন্ধ্যায় অপহরণের মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন তরুণীর তিন ছেলেবন্ধু তরিকুল, রকিবুল ও অয়নকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। আমাদের ধারণা, তাঁরা এখনো দেশেই আছেন।’
আরেক ভুক্তভোগীর মা জিয়াসমিন বলেন, ‘আমার মেয়েসহ তিনজন স্কুলবন্ধু ছিল। করোনার সময় তাঁদের মধ্যে নতুন করে যোগাযোগ বাড়ে। আমার মেয়ে ২৯ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার আগপর্যন্ত আমরা কিছুই বুঝতে পারিনি। তবে কিছুদিন ধরে বিদেশ যাওয়ার কথা বলছিল। নিখোঁজের আগে আমার মেয়েকে বিভিন্ন সনদ গোছাতে দেখেছি।’
এখনো উচ্চমাধ্যমিকের গণ্ডিই পার হননি। এর মধ্যেই জার্মানিতে উচ্চশিক্ষার প্রলোভন আসে। প্রতারক চক্রের পাল্লায় পড়েই তিন কলেজছাত্রী বাড়ি ছেড়েছেন। এরই মধ্যে তাঁদের জার্মানিতে পাচার করা হয়েছে বলেও অনুমান ওই তিন ছাত্রীর পরিবারের সদস্যদের। এদিকে পুলিশ বলছে, নিখোঁজ ছাত্রীরা প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন ঠিকই, তবে এখনো তাঁরা দেশেই আছেন। তাঁদের খুঁজে বের করতে চেষ্টা চলছে।
গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর পল্লবী প্যারিস রোড এলাকা থেকে ওই তিন কলেজছাত্রী নিখোঁজ হন। তাঁরা সবাই মিরপুরের আলাদা তিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বাসা থেকে পালানোর সময় একজন ৬ লাখ ৭০ হাজার টাকা, এক ভরি স্বর্ণ, অন্যজন ১ ভরি স্বর্ণসহ ১ লাখ টাকা এবং বাকি একজন ৩০ হাজার টাকা নিয়ে বের হন। গত বৃহস্পতিবার সকালে পল্লবী থানায় অভিযোগ দায়ের করেন এক ছাত্রীর অভিভাবক মাহমুদা আক্তার। ওই নারী অভিযোগ করেন, পালানোর সময় ওই তিনজন নিজেদের শিক্ষাগত যোগ্যতার সনদ, টাকা এবং অলংকার সঙ্গে নিয়ে গেছেন। এ ঘটনায় তরিকুল, রকিবুল ও জিনিয়া নামে তিনজন জড়িত বলে দাবি করেন মাহমুদা।
এ বিষয়ে পল্লবী থানা-পুলিশের পরিদর্শক অপারেশন উদয় কুমার মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘তিন কলেজছাত্রী নিখোঁজের ঘটনায় গতকাল সন্ধ্যায় অপহরণের মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ওই তিন তরুণীর তিন ছেলেবন্ধু তরিকুল, রকিবুল ও অয়নকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে তাঁদের গ্রেপ্তার দেখানো হবে। আমাদের ধারণা, তাঁরা এখনো দেশেই আছেন।’
আরেক ভুক্তভোগীর মা জিয়াসমিন বলেন, ‘আমার মেয়েসহ তিনজন স্কুলবন্ধু ছিল। করোনার সময় তাঁদের মধ্যে নতুন করে যোগাযোগ বাড়ে। আমার মেয়ে ২৯ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার আগপর্যন্ত আমরা কিছুই বুঝতে পারিনি। তবে কিছুদিন ধরে বিদেশ যাওয়ার কথা বলছিল। নিখোঁজের আগে আমার মেয়েকে বিভিন্ন সনদ গোছাতে দেখেছি।’
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
১৬ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
২৪ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াকে (৫০) ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন স্বদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে