রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।'
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।'
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'
নরসিংদীর রায়পুরায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মরজাল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটিয়ারা গ্রামের মান্নান কাজীর বাড়ির পাকা রাস্তা থেকে চাঁন মিয়ার দোকান পর্যন্ত ৯৩০ মিটার রাস্তা পাকাকরণে এই অনিয়মের অভিযোগ উঠেছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, ইটভাটার পরিত্যক্ত ইটের কংক্রিট দিয়ে কাজ চলছে। স্থানীয় যুবক রাসেল মিয়া বলেন, 'এর চেয়ে জমির শুকনো মাটিও অনেক ভালো। এত নিম্নমানের কাজ বেশি দিন টিকবে না।'
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি বলেন, 'যে ইট দিয়ে রাস্তা করা হচ্ছে, এখান দিয়ে গাড়ি চলতে পারবে কি না, সন্দেহ। রাস্তায় যে ইট ব্যবহার করা হচ্ছে, তাতে এই মৌসুমেই রাস্তা নষ্ট হয়ে যাবে। রাস্তার কাজে ভালো মানের কংক্রিট ব্যবহার ও তদারকির দাবি জানাচ্ছি।'
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজ ৯৩০ মিটার রাস্তা ৭৬ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কাজটি পায়। কাজটির মেয়াদকাল চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ছোঁয়া এন্টারপ্রাইজের ঠিকাদার আশিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. শামীম ইকবাল মুন্না বলেন, 'কয়েক দিন কাজ বন্ধ ছিল। নতুন করে কাজ শুরু করা হয়েছে। বিষয়টি আমার জানা ছিল না। ঠিকাদারকে ফোনে নিম্নমানের কংক্রিট সরানোর কথা বলে দিয়েছি। ভালো মানের কংক্রিট দিয়ে কাজ করার জন্য ঘটনাস্থলে একজন প্রকৌশলীকে পাঠানো হবে।'
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা
১৭ মিনিট আগেদেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্
২০ মিনিট আগেযশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
৩০ মিনিট আগেসবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
৩১ মিনিট আগে