নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ, শাহআলীসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অস্ত্রের মুখে চাল, ডাল, তেল ও বিভিন্ন মালামালসহ ট্রাক, গাড়ি আটকে দীর্ঘদিন ধরে কয়েকটি ডাকাতদল ডাকাতি করে আসছে। প্রথমে লেজার লাইট দিয়ে গাড়ি থামাত। এরপর ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে বেঁধে পাশে ফেলে দিয়ে ট্রাক বা গাড়ি নিয়ে যায় তারা। তারপর সেই ট্রাক বা গাড়ি দিয়েই করা হতো পরবর্তী ডাকাতি।
আজ রোববার সকালে আন্তজেলা ডাকাত চক্রের অন্যতম হোতাসহ চার ডাকাতকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ। রাজধানীর কাকরাইলের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. আসলামুল হক আসলাম (৩৫), মকবুল হোসেন প্রকাশ ওরফে মঙ্গল হোসেন বাবু (২৪), মো. রফিকুল ইসলাম (৩৫) ও মো. হাসান হাওলাদার (৩৭)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ডাকাতি করা প্রাইভেটকার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, একটি লোহার তৈরি ছোরা, একটি লোহার তৈরি চাকু, দুটি লাঠি ও দুটি গামছা উদ্ধার করা হয়।
চার ডাকাতকে গ্রেপ্তার প্রসঙ্গে হারুন অর রশীদ বলেন, ‘গতকাল শনিবার রাজধানীর শাহআলী থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।’
ডিআইজি বলেন, ‘তারা রাতের বেলা বিভিন্ন খাদ্যশস্য, পণ্যের ট্রাক লেজার লাইট দিয়ে থামাতেন। তারপর ড্রাইভারকে নামিয়ে বেঁধে পাশে ফেলে ধান, চাল, ডাল, তেল, গরু, খাদ্যশস্য, মাছের খাবার ইত্যাদি লুট করে নিয়ে যেত।’
গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তারা শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় চালবাহী ট্রাক ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আশুলিয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, যশোর এলাকায় ডাকাতি করে। তাদের প্রধান কাজ ডাকাতি করা।’
ডাকাত দলের প্রধান আসলামুল হক আসলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলামুল হক আসলাম বর্তমান সময়ের মোস্ট ওয়ান্টেড ডাকাত। তাকে অন্যান্য ডাকাতরা মাস্টার নামে ডাকে। আসলামের নেতৃত্বে তারা গাড়ি দিয়ে ডাকাতি করে।’
ইদানীং ডাকাতি বেড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘করোনার সময় ডাকাতেরা সক্রিয় হয়ে উঠেছিল। বিভিন্ন জায়গায় বাসে যাত্রী বেশে ডাকাতি করত। অপরাধ প্রবণতা শেষ হবে না। তবে যেখানে যখনই ঘটনা ঘটছে ব্যবস্থা নিচ্ছি।’
মোহাম্মদপুরে ওসির ওপর হামলা পুলিশের প্রতি জনগণের আস্থার অভাবের প্রতিফলন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পালন করি। পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আছে। পুলিশের ওপর কেউ হামলা করে না। দায়িত্ব পালনের সময় অনেকে পড়ে গিয়ে আহত হতে পারে বা ব্যথা পেতে পারে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহআলী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা।
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ, শাহআলীসহ বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে অস্ত্রের মুখে চাল, ডাল, তেল ও বিভিন্ন মালামালসহ ট্রাক, গাড়ি আটকে দীর্ঘদিন ধরে কয়েকটি ডাকাতদল ডাকাতি করে আসছে। প্রথমে লেজার লাইট দিয়ে গাড়ি থামাত। এরপর ড্রাইভারকে গাড়ি থেকে নামিয়ে বেঁধে পাশে ফেলে দিয়ে ট্রাক বা গাড়ি নিয়ে যায় তারা। তারপর সেই ট্রাক বা গাড়ি দিয়েই করা হতো পরবর্তী ডাকাতি।
আজ রোববার সকালে আন্তজেলা ডাকাত চক্রের অন্যতম হোতাসহ চার ডাকাতকে গ্রেপ্তারের পর এসব কথা জানিয়েছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ হারুন অর রশীদ। রাজধানীর কাকরাইলের ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
গ্রেপ্তাররা হলেন- মো. আসলামুল হক আসলাম (৩৫), মকবুল হোসেন প্রকাশ ওরফে মঙ্গল হোসেন বাবু (২৪), মো. রফিকুল ইসলাম (৩৫) ও মো. হাসান হাওলাদার (৩৭)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ডাকাতি করা প্রাইভেটকার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস, একটি লোহার তৈরি ছোরা, একটি লোহার তৈরি চাকু, দুটি লাঠি ও দুটি গামছা উদ্ধার করা হয়।
চার ডাকাতকে গ্রেপ্তার প্রসঙ্গে হারুন অর রশীদ বলেন, ‘গতকাল শনিবার রাজধানীর শাহআলী থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।’
ডিআইজি বলেন, ‘তারা রাতের বেলা বিভিন্ন খাদ্যশস্য, পণ্যের ট্রাক লেজার লাইট দিয়ে থামাতেন। তারপর ড্রাইভারকে নামিয়ে বেঁধে পাশে ফেলে ধান, চাল, ডাল, তেল, গরু, খাদ্যশস্য, মাছের খাবার ইত্যাদি লুট করে নিয়ে যেত।’
গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর রশীদ বলেন, ‘তারা শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় চালবাহী ট্রাক ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল। তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, মানিকগঞ্জ, ধামরাই, সাভার, আশুলিয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, যশোর এলাকায় ডাকাতি করে। তাদের প্রধান কাজ ডাকাতি করা।’
ডাকাত দলের প্রধান আসলামুল হক আসলাম প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলামুল হক আসলাম বর্তমান সময়ের মোস্ট ওয়ান্টেড ডাকাত। তাকে অন্যান্য ডাকাতরা মাস্টার নামে ডাকে। আসলামের নেতৃত্বে তারা গাড়ি দিয়ে ডাকাতি করে।’
ইদানীং ডাকাতি বেড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘করোনার সময় ডাকাতেরা সক্রিয় হয়ে উঠেছিল। বিভিন্ন জায়গায় বাসে যাত্রী বেশে ডাকাতি করত। অপরাধ প্রবণতা শেষ হবে না। তবে যেখানে যখনই ঘটনা ঘটছে ব্যবস্থা নিচ্ছি।’
মোহাম্মদপুরে ওসির ওপর হামলা পুলিশের প্রতি জনগণের আস্থার অভাবের প্রতিফলন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা দায়িত্ব পালন করি। পুলিশের ওপর সাধারণ মানুষের আস্থা আছে। পুলিশের ওপর কেউ হামলা করে না। দায়িত্ব পালনের সময় অনেকে পড়ে গিয়ে আহত হতে পারে বা ব্যথা পেতে পারে।’
গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহআলী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা।
বগুড়ার দুপচাঁচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে (৫০) হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছিল র্যাব। তবে পুলিশের তদন্তে ভিন্ন বিষয় উঠে আসে। পুলিশ বলেছে, গৃহবধূ হত্যায় ছেলে নয়, বাড়ির ভাড়াটি জড়িত। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২০ মিনিট আগেসিলেটে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্র ও আজ শনিবার সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
২৯ মিনিট আগেগাজীপুরের কাশিমপুরে বেতনের দাবিতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
১ ঘণ্টা আগেবারপাইকা গ্রামের জহরলাল রবি দাস তাঁর ছেলে আকাশের বিয়ের নিমন্ত্রণ দিতে চাচাতো ভাই বাবুল রবি দাসের বাড়ি যান। আগের একটি ঘটনায় ক্ষোভের কারণে বাবুল ও তাঁর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ গ্রহণে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জহরলাল ও তাঁর ছেলে আকাশ বাবুলের পরিবারের
১ ঘণ্টা আগে