রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈরে সৌরভ মাতুব্বর (১৮) ও নাঈম শেখ (১৮) নামের দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁরা এখন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, সৌরভ ও নাঈম শেখের বাড়ি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইফতারের আগে সৌরভ ও কয়েকজন বন্ধু নিয়ে উপজেলার নয়াবাড়ি এলাকায় ঘুরতে আসেন। ইফতারের সময় হলে তাঁরা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতার করার প্রস্তুতি নেন। এ সময় ওই এলাকার স্থানীয় একটি যুবকের সঙ্গে সৌরভের কথা-কাটাকাটি ও সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় সৌরভ ও নাঈম আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নাঈমেরও ঘারে রয়েছে ছোট আঘাতের দাগ। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এখনো এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সদর থানার মধ্যে কোন ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের দুইজনের বাড়ি সদর থানার মধ্যে। ভুক্তভোগীদের যদি কোন অভিযোগ থাকে তাহলে তা রাজৈর থানায় দিতে হবে।’
মাদারীপুরের রাজৈরে সৌরভ মাতুব্বর (১৮) ও নাঈম শেখ (১৮) নামের দুই কলেজছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তাঁরা মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। তাঁরা এখন মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গেছে, সৌরভ ও নাঈম শেখের বাড়ি সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইফতারের আগে সৌরভ ও কয়েকজন বন্ধু নিয়ে উপজেলার নয়াবাড়ি এলাকায় ঘুরতে আসেন। ইফতারের সময় হলে তাঁরা ওই এলাকার একটি খোলা মাঠে ইফতার করার প্রস্তুতি নেন। এ সময় ওই এলাকার স্থানীয় একটি যুবকের সঙ্গে সৌরভের কথা-কাটাকাটি ও সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় সৌরভ ও নাঈম আহত হন। পরে দুজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, ‘সৌরভের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নাঈমেরও ঘারে রয়েছে ছোট আঘাতের দাগ। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, এখনো এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সদর থানার মধ্যে কোন ঘটনা ঘটেনি। তবে যারা আহত হয়েছে তাদের দুইজনের বাড়ি সদর থানার মধ্যে। ভুক্তভোগীদের যদি কোন অভিযোগ থাকে তাহলে তা রাজৈর থানায় দিতে হবে।’
নেত্রকোনার দুর্গাপুরে কৃষক রহিত মিয়া হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও লাশ গুম করার অপরাধে আরও ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে...
৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার দুপুরে উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের পূর্ব পাশের বট গাছের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়
১৭ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলীতে অস্ত্র-মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ রোববার উপজেলার শিকলবাহা রাজার বাপের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রের দুটি বুলেট, ২২ লিটার বাংলা মদ, মোবাইলসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
২০ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু দেশে আনার সময় বাঁশের চরকার আঘাতে কামাল হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩৩ মিনিট আগে