সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সীমানাপ্রাচীর, আধা-পাকা টিনশেড ঘর ও আসবাব ভাঙচুর করে মালামাল লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মো. সোহেল ও রুমেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। তাঁদের অভিযোগ, ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় মো. আলহাচাব ও মাঈনুদ্দিন। এ সময় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তাঁরা। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চরগুলগুলিয়ায় ১২৪ শতাংশ জমি দীর্ঘ দিন ধরে আমদের ভোগদখলে আছে মো. সোহেল ও রুমেল হোসেনের। চারপাশে ইটের সীমানাপ্রাচীর তৈরি করে জমিতে আধা-পাকা টিনশেড ঘর নির্মাণ করে বাস করছেন তাঁরা। টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই সোহেল ও রুমেল হোসেনের কাছে চাঁদা দাবি করছে। গত রোববার সন্ধ্যায় আবারও তাঁরা চাঁদা চান। চাঁদা না দেওয়ায় বাড়ির চারপাশের ইটের সীমানাপ্রাচীর, সিসি ক্যামেরা এবং টিনশেড ঘর ভেঙে মালামাল লুটপাট করে নিয়ে যায় তাঁরা।
ভুক্তভোগী রুমেল হোসেন বলেন, টিনশেড ঘর নির্মাণের পর থেকেই মো. আলহাচাব ও মাঈনুদ্দিন দলবল নিয়ে প্রায়ই আমাদের কাছে চাঁদা দাবি করছে। প্রথমে কিছু টাকা দিয়েছি। পরে আবার তাঁরা ৫০ লাখ টাকা চাঁদা চায়। এই চাঁদা দিতে অস্বীকার করায় আমাদের ওপর হামলা করেছে তাঁরা। গতকাল তাঁদের দুজনের নেতৃত্বে প্রায় ২৫ থেকে ৩০ জনের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়ির প্রাচীর, সিসি ক্যামেরা ও ঘর ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়। এতে আমাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এ নিয়ে জানতে অভিযুক্ত মাঈনুদ্দিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম মিজানুল হক বলেন, ‘এদের বিরুদ্ধে আগেও মারামারিসহ চাঁদাবাজির মামলা হয়েছে। সেসব মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও এই ধরনের কাজ শুরু করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব।’
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২৯ মিনিট আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
৩৪ মিনিট আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
১ ঘণ্টা আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
১ ঘণ্টা আগে