নিজস্ব প্রতিবেদক, সাভার
ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আসা অপর একটি বাস ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গণেশ দাস (৫০) নামের এক পথচারী নিহত হন। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত গণেশ দাস (৫০) সাভারের বনগাঁও ইউনিয়নের মৌমেল চন্দ্র দাশের ছেলে।
পুলিশ জানায়, মৌমিতা পরিবহনের একটি বাস ঢাকায় যাওয়ার পথে আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে যাত্রী তুলছিল। এ সময় পেছন দিক থেকে আসা একে ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৌমিতা পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়ক থেকে নিচে গড়িয়ে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা গণেশকে চাপা দিলে তিনি সেখানেই মারা যান। অপর বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘ঘটনার পর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহে উদ্ধার করেছে। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহযোগীরা পালিয়ে গেছেন।’
ঢাকার সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আসা অপর একটি বাস ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গণেশ দাস (৫০) নামের এক পথচারী নিহত হন। আজ শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুরে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত গণেশ দাস (৫০) সাভারের বনগাঁও ইউনিয়নের মৌমেল চন্দ্র দাশের ছেলে।
পুলিশ জানায়, মৌমিতা পরিবহনের একটি বাস ঢাকায় যাওয়ার পথে আজ সকাল ৭টার দিকে মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে যাত্রী তুলছিল। এ সময় পেছন দিক থেকে আসা একে ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৌমিতা পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মৌমিতা পরিবহনের বাসটি সড়ক থেকে নিচে গড়িয়ে যাওয়ার সময় পাশে দাঁড়িয়ে থাকা গণেশকে চাপা দিলে তিনি সেখানেই মারা যান। অপর বাসটি সড়ক বিভাজকের ওপরে উঠে যায়। এ সময় দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘ঘটনার পর আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহে উদ্ধার করেছে। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে চালক ও চালকের সহযোগীরা পালিয়ে গেছেন।’
পাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
৩ মিনিট আগেজাজিরা, শরীয়তপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর
৭ মিনিট আগেময়মনসিংহে ১৬৫ গ্রাম হেরোইন জব্দের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
১০ মিনিট আগেচট্টগ্রামের পতেঙ্গা জেলেপাড়ায় আগুনে পুড়েছে ৩৭টি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার দিবাগত রাতে আকমল আলী ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে