রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রদর্শনীর কৃষি উপকরণ ও জমি পরিচর্যার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ৬ ফেব্রুয়ারি কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ভুল হয়েছে দাবি করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং তেলবীজ ফসলের উৎপাদন বাড়াতে রাজস্ব অর্থায়নে পৌরসভা ব্লকে কৃষক ইদু মিয়া, ফরিদ মিয়া, আরিফ উদ্দিন আহম্মেদ ও বেবী নাজনীনের নামে ‘সরিষার একক প্রদর্শনী’ দেওয়া হয়। এই প্রদর্শনী খেতের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা গত ৬ ফেব্রুয়ারি পৌর এলাকার ওই ব্লক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, চারজনের কারও জমিতে নেই সরিষার প্রদর্শনী। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, প্রদর্শনীর বীজ, সারসহ বিভিন্ন উপকরণ ও জমিতে পরিচর্যা বাবদ জনপ্রতি আড়াই হাজার টাকা করে কৃষকদের দেওয়ার কথা থাকলেও, দেওয়া হয়নি। পরে তাঁরা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। কৃষকদের বিকাশ নম্বর আমার কাছে ছিল না। তাঁদের টাকা দিয়ে দেব। আর এমন হবে না।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রদর্শনী বাবদ উপকরণ ও টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জবাব পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
নরসিংদীর রায়পুরায় উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রদর্শনীর কৃষি উপকরণ ও জমি পরিচর্যার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ৬ ফেব্রুয়ারি কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে ভুল হয়েছে দাবি করে ভুক্তভোগীদের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ এবং তেলবীজ ফসলের উৎপাদন বাড়াতে রাজস্ব অর্থায়নে পৌরসভা ব্লকে কৃষক ইদু মিয়া, ফরিদ মিয়া, আরিফ উদ্দিন আহম্মেদ ও বেবী নাজনীনের নামে ‘সরিষার একক প্রদর্শনী’ দেওয়া হয়। এই প্রদর্শনী খেতের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ।
সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সোহেল রানা গত ৬ ফেব্রুয়ারি পৌর এলাকার ওই ব্লক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, চারজনের কারও জমিতে নেই সরিষার প্রদর্শনী। এরপর খোঁজ নিয়ে জানতে পারেন, প্রদর্শনীর বীজ, সারসহ বিভিন্ন উপকরণ ও জমিতে পরিচর্যা বাবদ জনপ্রতি আড়াই হাজার টাকা করে কৃষকদের দেওয়ার কথা থাকলেও, দেওয়া হয়নি। পরে তাঁরা উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদের কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রথম উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
পরে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। কৃষকদের বিকাশ নম্বর আমার কাছে ছিল না। তাঁদের টাকা দিয়ে দেব। আর এমন হবে না।’
এ নিয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রদর্শনী বাবদ উপকরণ ও টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার কাছে কৈফিয়ত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। জবাব পেলে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ২৮টি ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে সাবেক এক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে চরজব্বার থানা-পুলিশ। এ ছাড়া চুরি হওয়া ২৩টি ট্যাব ও তিনটি ল্যাপটপ ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। আজ রোববার সকালে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে মতলব উত্তর উপজেলার মোহনপুরের বাড়ির দুটি ভবনে আগুন দেওয়া হয়।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৭ নেতাকে গুম, নির্যাতন ও পঙ্গু করার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় পৃথকভাবে সাতটি অভিযোগ দায়ের করা হয়। যাদের মধ্যে ৬ জন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তবে একজন এখনো গুম থাকায় তার পক্
১ ঘণ্টা আগেঅ্যাপ্রোচ চ্যানেলে নাব্যতা সংকটের কারণে আবারও বন্ধ হয়েছে মানিকগঞ্জের আরিচা ও পাবনার কাজিরহাট নৌ-পথে ফেরি চলাচল। এ নিয়ে চলতি মাসেই তিন দফায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হলো।
১ ঘণ্টা আগে