নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) উপাচার্য শহীদুর রহমান খানের পরিববারসহ সব অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এক চিঠিতে উপাচার্যকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির নিকট উপাচার্য নিজেই স্বীকার করায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয় ৯ জনের নিয়োগ বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে। একই সঙ্গে ‘বিষয় বিশেষজ্ঞ’ ছাড়া একই ব্যক্তিদের দিয়ে বাছাই বোর্ড গঠন করে ২০টি বিষয়ে নিয়োগ দেওয়া ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিল করতে হবে। এ ছাড়া যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উপাচার্যের স্ত্রী অধ্যাপক পদে আবেদন করেছেন সেটিও বাতিল করতে হবে।
এ ছাড়া চিঠিতে ভবিষ্যতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ এবং বিষয় বিশেষজ্ঞ ছাড়া বাছাই বোর্ড গঠন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগে অনিয়মের নানা চিত্র উঠে আসে। ওই তদন্তের আলোকেই অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৫ সালে জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুর রহমান খানকে নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) উপাচার্য শহীদুর রহমান খানের পরিববারসহ সব অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলমের সই করা এক চিঠিতে উপাচার্যকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, তদন্ত কমিটির নিকট উপাচার্য নিজেই স্বীকার করায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয় ৯ জনের নিয়োগ বাতিল করার ব্যবস্থা গ্রহণ করতে। একই সঙ্গে ‘বিষয় বিশেষজ্ঞ’ ছাড়া একই ব্যক্তিদের দিয়ে বাছাই বোর্ড গঠন করে ২০টি বিষয়ে নিয়োগ দেওয়া ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিল করতে হবে। এ ছাড়া যে নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উপাচার্যের স্ত্রী অধ্যাপক পদে আবেদন করেছেন সেটিও বাতিল করতে হবে।
এ ছাড়া চিঠিতে ভবিষ্যতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ এবং বিষয় বিশেষজ্ঞ ছাড়া বাছাই বোর্ড গঠন না করার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে বিশ্ববিদ্যালয়টিতে নিয়োগে অনিয়মের নানা চিত্র উঠে আসে। ওই তদন্তের আলোকেই অবৈধ নিয়োগ বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।
২০১৫ সালে জাতীয় সংসদে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। ২০১৮ সালের সেপ্টেম্বরে উপাচার্য হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুর রহমান খানকে নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু হয়।
বরিশালের মুলাদীতে পল্লী বিদ্যুতের কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করার ঘটনায় তিন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেল পর্যন্ত সফিপুর ইউনিয়নের জয়ন্তী নদীর উত্তর পারের ভেদুরিয়া, ছত্রিশ ভেদুরিয়া ও ষোলোঘর এলাকায় বিদ্যুৎ লাইন চালু করা হয়নি। এতে করে ৭ শতাধিক গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।
২ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলনের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন দলটির একাংশের নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও যানবাহন ভাঙচুর করেন তাঁরা।
৮ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক গত ২৪ সেপ্টেম্বর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন। এবার প্রকাশ করা হলো শাখাটির ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। এর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির চারজন সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক।
৯ মিনিট আগেকক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়ার ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে কক্সবাজারের জ্যেষ্ঠ বিশেষ জজ মুন্সি আবদুল মজিদ এই আদেশ দেন।
১২ মিনিট আগে