ফরিদপুরে মধ্যরাতে বাসে আগুন

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১৪: ১৮

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা সাউদিয়া পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আজ সোমবার সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রোববার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

বাসমালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাত ৩-৪ জন দুষ্কৃতকারী মোটরসাইকেলে শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা মনিরুল ইসলাম ফরহাদের মালিকানাধীন একটি বাসে পেছনের জানালা দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ওই বাসের হেলপার জেলা পুলিশ কন্ট্রোল রুমকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসের ভেতরের সম্পূর্ণ অংশ পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাস বাড়ৈ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত