নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আজ রাত পৌনে ৪টার দিকে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট। তবে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকলেও হতাহতের আশঙ্কা কম বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।
অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই ঘটনাস্থল ও এর আশপাশের বিভিন্ন সড়কে উৎসুক জনতার ভিড় থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনীর। তবে উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণে র্যাব, পুলিশের পর বিজিবিও মোতায়েন করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, মোহাম্মদপুর জনবহুল আবাসিক এলাকা হওয়ায় এবং কৃষি মার্কেটের আশপাশে প্রচুর বসতি থাকায় প্রচুর লোক ভিড় জমিয়েছে। ভিড় বেশি হওয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে।
সার্বিক বিষয়য়ে জানতে চাইলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, ‘আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে পানি দেওয়া যাচ্ছে না। আমরা ফায়ার সার্ভিসকে সর্বাত্মক সহযোগিতা করছি।’
কেউ আহত বা নিহত হয়েছে কি না, জানতে চাইলে ডিসি বলেন, ‘কেউ আহত বা নিহত হওয়ার ঘটনার সম্ভাবনা কম। কারণ মধ্যরাতে আগুন লাগায় মার্কেটে মানুষ থাকার সম্ভাবনা খুবই কম। আর যদিও কেউ মার্কেটে থেকে থাকে, তারা নিরাপদে বের হতে পেরেছে বলেই আশা করি। তার পরও আমরা এ বিষয় বিস্তারিত পরে জানাতে পারব।’
উৎসুক জনতার ভিড়ের বিষয়ে আজিমুল হক বলেন, ‘আবাসিক এলাকা হওয়ায় প্রচুর মানুষের ভিড় হচ্ছে। আমরা ভিড় সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। মার্কেটে দুই থেকে আড়াই হাজারের বেশি দোকান আছে। তাদেরও একটা ভিড় আছে। তারা যেন মালামাল সরিয়ে নিতে পারে আমরা সেদিকে খেয়াল রাখছি। ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে।’
আরও পড়ুুন—
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৪ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৪ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৫ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৫ ঘণ্টা আগে