মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় সহিংসতার ঘটনায় পাঁচ মামলায় ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে সদর থানায় চারটি মামলা করেছে। তা ছাড়া এবায়দুর রহমান নামের এক ব্যক্তি একটি মামলা করেছেন।
নিহত তিনজন হলেন মাদারীপুর শহরের মাস্টার কলোনি এলাকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্বপন দের ছেলে মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে (২২), সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুতিয়ারভাঙ্গা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন সন্যামাতের ছেলে তাওহীদ সন্যামাত (২০) ও মাদারীপুর সদরের ভদ্রখোলা গ্রামের বাসিন্দা সিরাজ ব্যাপারীর ছেলে রোমান ব্যাপারী (৩০)। তবে শেষোক্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও স্বজনদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। তাঁদের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। পরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন।
বৃহস্পতিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মাদারীপুরে খণ্ড খণ্ড সহিংসতা চলে। সদর উপজেলার মস্তফাপুরের পুলিশ বক্স ও মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার ১ নম্বর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের আধুনিক মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়াম এবং পাশেই জাতীয় মহিলা সংস্থাটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মাদারীপুরের সার্বিক ইন্টারন্যাশনাল লিমিটেডের ৩২টি বাস ও সার্বিক ফিলিং স্টেশনটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকসহ আরও আটটি পরিবহনে আগুন দেওয়াসহ ভাঙচুর করা হয়।
শহরের পুরান বাজারের মাদারীপুর জেলা আওয়ামী লীগ অফিস, লেকপারের সার্কিট হাউস, লেকভিউ পার্টি সেন্টার, লেকভিউ ক্লাব, জেলা প্রশাসকের কার্যালয়, যুব উন্নয়ন অফিস, মাদারীপুর পল্লী বিদ্যুৎ অফিস, রেস্ট হাউস, পৌর বাস টার্মিনালসহ নানা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এসব ঘটনায় মাদারীপুরের পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছে। তবে মামলা ও গ্রেপ্তারের ভয়ে বেশির ভাগই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকে ঢাকা, বরিশাল ও ফরিদপুরেও চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুর শহরের বাসিন্দা আরিফুর রহমান, শিউলি আক্তার, আনোয়ার হোসেনসহ অনেকেই বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো মাদারীপুরে ঘটেনি। তাই আমরা এখনো ভয় ও আতঙ্কের মধ্যে আছি।’
মাদারীপুর জেলা গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মাদারীপুর পুরান বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, ‘একজন ব্যবসায়ী হিসেবে আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।’
মাদারীপুর লেকভিউ পার্টি সেন্টারের মালিক রুবেল মুন্সি বলেন, ‘রোববার ভোরে দুর্বৃত্তরা আমাদের পার্টি সেন্টারের গ্লাস, সিসি ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেছে। তাতে আমার অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মাদারীপুর সার্বিক ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন হাওলাদার বলেন, ‘গত শুক্রবার বিকেলে দুর্বৃত্তরা আমাদের সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে। তারা ৩২টি গাড়িতে আগুন ও আরও ছয়টি গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়া সার্বিক ফিলিং স্টেশনের ডিসপেন্সার মেশিন, ক্যাশ কাউন্টার, অফিস ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রশাসনের কাছে দাবি করছি, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি করছি। এখানে প্রায় ৫০০ মানুষ নানাভাবে এই কাজের সঙ্গে জড়িত আছে। তারা সবাই অসহায় হয়ে পড়েছে।’ বাস ও ফিলিং স্টেশনে প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মাদারীপুরের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেহেনা পারভীন বলেন, ‘শুক্রবার বিকেলে দুর্বৃত্তরা জাতীয় মহিলা সংস্থার অফিসে প্রথমে ভাঙচুর করে। পরে অফিসের রুম থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে আগুন দেয়। আমরা এই দুর্বৃত্তদের বিচারের দাবি জানাই।’
মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের অফিসের সিসি ক্যামেরা ও প্রধান গেট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।’
মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ বলেন, মাদারীপুরের মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়ামে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তাতে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া মাদারীপুর আওয়ামী লীগ অফিস, পৌর বাস টার্মিনালসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। সার্বিক পরিবহনের ৩২টি বাস ও পেট্রলপাম্প আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্র আন্দোলনের নামে যারা এই নাশকতা করেছে, যারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে মাদারীপুর সদর থানায় চারটি মামলা হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা ৮৯ জনকে গ্রেপ্তার করেছি। এসব ঘটনায় আমাদের অন্তত ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। বর্তমানে মাদারীপুরের পরিস্থিতি শান্ত রয়েছে।’
মাদারীপুরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় সহিংসতার ঘটনায় পাঁচ মামলায় ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পুলিশ বাদী হয়ে সদর থানায় চারটি মামলা করেছে। তা ছাড়া এবায়দুর রহমান নামের এক ব্যক্তি একটি মামলা করেছেন।
নিহত তিনজন হলেন মাদারীপুর শহরের মাস্টার কলোনি এলাকার কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্বপন দের ছেলে মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দীপ্ত দে (২২), সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুতিয়ারভাঙ্গা গ্রামের বাসিন্দা সালাউদ্দিন সন্যামাতের ছেলে তাওহীদ সন্যামাত (২০) ও মাদারীপুর সদরের ভদ্রখোলা গ্রামের বাসিন্দা সিরাজ ব্যাপারীর ছেলে রোমান ব্যাপারী (৩০)। তবে শেষোক্ত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও স্বজনদের কেউ নাম প্রকাশ করতে রাজি হননি। তাঁদের বিষয়ে পুলিশের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় জড়ো হন আন্দোলনকারীরা। পরে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসভবনের সামনে অবস্থান নেন তাঁরা। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন।
বৃহস্পতিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত মাদারীপুরে খণ্ড খণ্ড সহিংসতা চলে। সদর উপজেলার মস্তফাপুরের পুলিশ বক্স ও মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার ১ নম্বর পুলিশ ফাঁড়িতে আগুন দেওয়া হয়। মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের আধুনিক মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়াম এবং পাশেই জাতীয় মহিলা সংস্থাটিও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। মাদারীপুরের সার্বিক ইন্টারন্যাশনাল লিমিটেডের ৩২টি বাস ও সার্বিক ফিলিং স্টেশনটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এ ছাড়া প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাকসহ আরও আটটি পরিবহনে আগুন দেওয়াসহ ভাঙচুর করা হয়।
শহরের পুরান বাজারের মাদারীপুর জেলা আওয়ামী লীগ অফিস, লেকপারের সার্কিট হাউস, লেকভিউ পার্টি সেন্টার, লেকভিউ ক্লাব, জেলা প্রশাসকের কার্যালয়, যুব উন্নয়ন অফিস, মাদারীপুর পল্লী বিদ্যুৎ অফিস, রেস্ট হাউস, পৌর বাস টার্মিনালসহ নানা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। এসব ঘটনায় মাদারীপুরের পুলিশসহ অর্ধশত লোক আহত হয়েছে। তবে মামলা ও গ্রেপ্তারের ভয়ে বেশির ভাগই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অনেকে ঢাকা, বরিশাল ও ফরিদপুরেও চিকিৎসা নিয়েছেন।
মাদারীপুর শহরের বাসিন্দা আরিফুর রহমান, শিউলি আক্তার, আনোয়ার হোসেনসহ অনেকেই বলেন, ‘এ ধরনের ঘটনা আগে কখনো মাদারীপুরে ঘটেনি। তাই আমরা এখনো ভয় ও আতঙ্কের মধ্যে আছি।’
মাদারীপুর জেলা গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মাদারীপুর পুরান বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, ‘একজন ব্যবসায়ী হিসেবে আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এসব ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানাই।’
মাদারীপুর লেকভিউ পার্টি সেন্টারের মালিক রুবেল মুন্সি বলেন, ‘রোববার ভোরে দুর্বৃত্তরা আমাদের পার্টি সেন্টারের গ্লাস, সিসি ক্যামেরাসহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেছে। তাতে আমার অন্তত ১ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
মাদারীপুর সার্বিক ফিলিং স্টেশনের ম্যানেজার শাহীন হাওলাদার বলেন, ‘গত শুক্রবার বিকেলে দুর্বৃত্তরা আমাদের সার্বিক ফিলিং স্টেশনে হামলা করে। তারা ৩২টি গাড়িতে আগুন ও আরও ছয়টি গাড়ি ভাঙচুর করেছে। এ ছাড়া সার্বিক ফিলিং স্টেশনের ডিসপেন্সার মেশিন, ক্যাশ কাউন্টার, অফিস ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। প্রশাসনের কাছে দাবি করছি, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি করছি। এখানে প্রায় ৫০০ মানুষ নানাভাবে এই কাজের সঙ্গে জড়িত আছে। তারা সবাই অসহায় হয়ে পড়েছে।’ বাস ও ফিলিং স্টেশনে প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
মাদারীপুরের জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রেহেনা পারভীন বলেন, ‘শুক্রবার বিকেলে দুর্বৃত্তরা জাতীয় মহিলা সংস্থার অফিসে প্রথমে ভাঙচুর করে। পরে অফিসের রুম থেকে বিভিন্ন আসবাবপত্র বের করে আগুন দেয়। আমরা এই দুর্বৃত্তদের বিচারের দাবি জানাই।’
মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘আমাদের অফিসের সিসি ক্যামেরা ও প্রধান গেট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।’
মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ বলেন, মাদারীপুরের মুক্তিযোদ্ধা পৌর অডিটোরিয়ামে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। তাতে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত অডিটোরিয়ামটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া মাদারীপুর আওয়ামী লীগ অফিস, পৌর বাস টার্মিনালসহ নানা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়েছে। সার্বিক পরিবহনের ৩২টি বাস ও পেট্রলপাম্প আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
এ বিষয়ে জানতে চাইলে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্র আন্দোলনের নামে যারা এই নাশকতা করেছে, যারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে মাদারীপুর সদর থানায় চারটি মামলা হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আমরা ৮৯ জনকে গ্রেপ্তার করেছি। এসব ঘটনায় আমাদের অন্তত ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে। বর্তমানে মাদারীপুরের পরিস্থিতি শান্ত রয়েছে।’
যানজটে আটকা পড়ে ফাঁকা গুলির অপরাধে হবিগঞ্জের চুনারুঘাটে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) রানা মোহাম্মদ সুহেলকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাতে উপজেলার পাকুড়িয়া খোয়াই নদীর ব্রিজে এই ঘটনা ঘটে।
৪ মিনিট আগেজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সপ্তম আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে গণিত বিভাগ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় দুই বিভাগের ম্যাচ শেষে এই সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে।
১৯ মিনিট আগেরাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহত শিশুদের মা রোজীনা বেগম। মামলায় শিশুদের বাবা আব্দুল আহাদ মোল্লাকে একমাত্র আসামি করা হয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন...
২২ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের চাপায় রবিউল ইসলাম রবি (৪২) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক চালক সুমন শেখকে (২৯) আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে