টাঙ্গাইল প্রতিনিধি
ঈদযাত্রায় ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে প্রায় ৩৪ হাজার যানবাহন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর ওপর দিয়ে ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রাজধানীর সঙ্গে সড়কপথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম। ঈদের সময় ঘরমুখী মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজট। এই সড়ক দিয়ে দেশের অন্তত ২৩-২৪টি জেলার যানবাহন চলাচল করে।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ৯টি বুথ দিয়ে টোল আদায় ও পশ্চিম পাড়েও ৯টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। আমরা সার্বক্ষণিক টোল প্লাজা সচল রাখার চেষ্টা করছি। যদি সফটওয়্যারে সমস্যা হয়, তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হবে।’
ঈদযাত্রায় ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে পারাপার হয়েছে প্রায় ৩৪ হাজার যানবাহন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের ৩৩ হাজার ৭৩৪টি যানবাহন পারাপার হয়। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, সেতুর ওপর দিয়ে ঢাকাগামী ১৪ হাজার ৮২৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৯০৭টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৫০ টাকা।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক রাজধানীর সঙ্গে সড়কপথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগমাধ্যম। ঈদের সময় ঘরমুখী মানুষের যানবাহনের ভিড়ে এই মহাসড়কে সৃষ্টি হয় যানজট। এই সড়ক দিয়ে দেশের অন্তত ২৩-২৪টি জেলার যানবাহন চলাচল করে।
বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ৯টি বুথ দিয়ে টোল আদায় ও পশ্চিম পাড়েও ৯টি বুথ দিয়ে যানবাহন চলাচল করছে। আমরা সার্বক্ষণিক টোল প্লাজা সচল রাখার চেষ্টা করছি। যদি সফটওয়্যারে সমস্যা হয়, তাহলে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হবে।’
রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক যুবক হত্যা মামলায় পল্লবী থানা শ্রমিক লীগের সভাপতি বাবুল হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পল্লবীর বাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেচাঁদপুরে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসে জেলার বিভিন্ন হাসপাতালে ২৫৩ জন চিকিৎসা নিয়েছেন। ডেঙ্গুর উপসর্গ দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা।
১২ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরীতে ফসল রক্ষা বাঁধ কেটে মাছ শিকার করার লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, বাঁধ কেটে দেওয়ায় হাওরের হাজারো হেক্টর জমির বোরো ফসল উৎপাদন ব্যাহত হতে পারে।
১৮ মিনিট আগেসাংবাদিকদের উদ্দেশে সরকারের এই উপদেষ্টা বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না। তাতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু
৩৬ মিনিট আগে