নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে মেয়ে নিলুফা আক্তারকে (৩১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তাঁর আরেক মেয়ে ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময় প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরের ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন—স্ত্রী সাহিদা পারভিন (৫৫) ও মেয়ে হাফিজা বেগম (৩৭)।
মামলায় জানা গেছে, জেলার সালথা উপজেলার খোয়ারাগট্টি এলাকার বাসিন্দা আবুল বাশার (৬৫) তাঁর প্রথম স্ত্রীর ঘরের দুই মেয়েকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় থাকতেন। কিন্তু আবুল বাশার দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বনিবনা হচ্ছিল না।
এরই জেরে ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর রাতে নিলুফা বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে সবাই মিলে জবাই করে হত্যা করে। রাতে ডাকাতেরা তাঁর বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পরে ঘটনা তদন্তে হাফেজ আবুল বাসারকে তাঁর প্রথম স্ত্রী ও মেয়েরা হত্যা করেছে বলে প্রমাণ পায় পুলিশ।
এ ঘটনার পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় নিহতের ভাই লোকমান ফকির বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় দেয়।
ফরিদপুর জজ কোটের পিপি মো. নওয়াব আলী মৃধা বলেন, আবুল বাশার হত্যা মামলায় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দিন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন।
ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে মেয়ে নিলুফা আক্তারকে (৩১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় তাঁর আরেক মেয়ে ও স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময় প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার দুপুরের ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন—স্ত্রী সাহিদা পারভিন (৫৫) ও মেয়ে হাফিজা বেগম (৩৭)।
মামলায় জানা গেছে, জেলার সালথা উপজেলার খোয়ারাগট্টি এলাকার বাসিন্দা আবুল বাশার (৬৫) তাঁর প্রথম স্ত্রীর ঘরের দুই মেয়েকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর এলাকায় থাকতেন। কিন্তু আবুল বাশার দ্বিতীয় বিবাহ করায় প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে বনিবনা হচ্ছিল না।
এরই জেরে ২০১৬ সালে ২৫ সেপ্টেম্বর রাতে নিলুফা বাবাকে ঘুমের ওষুধ খাওয়ায়। পরে সবাই মিলে জবাই করে হত্যা করে। রাতে ডাকাতেরা তাঁর বাবাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন। পরে ঘটনা তদন্তে হাফেজ আবুল বাসারকে তাঁর প্রথম স্ত্রী ও মেয়েরা হত্যা করেছে বলে প্রমাণ পায় পুলিশ।
এ ঘটনার পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় নিহতের ভাই লোকমান ফকির বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলার দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় দেয়।
ফরিদপুর জজ কোটের পিপি মো. নওয়াব আলী মৃধা বলেন, আবুল বাশার হত্যা মামলায় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দিন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হয়েছেন।
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা
২১ মিনিট আগেদেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্
২৪ মিনিট আগেযশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
৩৪ মিনিট আগেসবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
৩৬ মিনিট আগে