টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেন স্বামী মাসুম। এক মেয়ে, দুই ছেলে ও স্বামীকে নিয়ে পাঁচজনের পরিবার লিমা হনুফার। এরই মধ্যে সংসারের অভাব-অনটনের কারণে ঋণ করেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গত সোমবার ৫৭ দিনের শিশুকে এক নারীর কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেন।
কিন্তু দুই দিন না যেতেই সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠেন মা লিমা হনুফা। দ্বারস্থ হন স্থানীয় অনেকের কাছে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে আজ বৃহস্পতিবার শিশুটিকে তাঁর মায়ের কোলে ফিরে দেয় পুলিশ।
টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার জনৈক আইনুদ্দিনের আধা পাকা বাড়িতে থাকেন স্বামী-সন্তান নিয়ে থাকেন লিমা হনুফা।
থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বলেন, ‘সোমবার বিকেলে ৩০ হাজার টাকার বিনিময়ে প্রায় দুই মাস বয়সী শিশুসন্তানকে এক নারীকে দেন মা লিমা হনুফা। পরদিন সন্তানকে ফিরে পেতে ব্যাকুল হয়ে স্থানীয়দের বিষয়টি জানান। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করেন। পরে ঢাকা জেলার দোহার থানার লারিসা গ্রামের কাশেম-স্বর্ণা দম্পতির কাছ থেকে শিশুটিকে ফিরিয়ে আনা হয়।’
শিশুটির মা লিমা হনুফা বলেন, ‘আমি মানুষের বাসায় আয়া হিসেবে কাজ করতাম। শিশু জন্ম দেওয়ার পর কাজ করতে পারছি না। আমার স্বামী পঙ্গু হওয়ায় তাকে কেউ কাজে নেয় না। আমার তিন মাসের ঘর ভাড়া ১২ হাজার, দোকানে বাকি ১০ হাজার ও ওষুধের দোকানে ৮ হাজার টাকা ঋণ হয়। বাড়ির মালিক পাওনা টাকার জন্য চাপ দিলে আমার শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে দিয়ে দিই।’
লিমা হনুফা আরও বলেন, ‘এরপর বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য স্থানীয়দের জানালে পুলিশে খবর দেয় তারা। টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলামকে জানালে তিনি ওই ৩০ হাজার টাকা পরিশোধ করে আমার শিশুকে আমার কাছে এনে দিয়েছেন। সেই সঙ্গে আমার স্বামীকে একটি কারখানায় কাজের ব্যবস্থা করেন এবং আমার ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।’
শিশুটিকে কিনে নেওয়া স্বর্ণা আক্তার বলেন, ‘আমরা নিঃসন্তান। তাই একটি শিশু লালন-পালনের জন্য নিয়েছিলাম। পুলিশের নির্দেশেই আমরা শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।’
এদিকে স্বামীকে চাকরি দেওয়া প্রতিষ্ঠান হক গ্রুপের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হযরত আলী ঈশান বলেন, ‘টঙ্গী পূর্ব থানার ওসি আমাদের বিষয়টি জানান। আমরা শিশুটির বাবা মাসুমকে আমাদের কারখানায় কাজের সুযোগ করে দিয়েছি।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঋণ পরিশোধ করতেই শিশুসন্তানকে টাকার জন্য আরেক নারীর কাছে বিক্রয় দেন লিমা হনুফা। পরে ৩০ হাজার টাকা দিয়েই শিশুটিকে ফিরিয়ে এনেছি। টঙ্গীর হক গ্রুপের একটি কারখানায় বাবা মাসুমকে চাকরির ব্যবস্থা ও দুই সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করেছি।’
পাঁচ বছর আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করেন স্বামী মাসুম। এক মেয়ে, দুই ছেলে ও স্বামীকে নিয়ে পাঁচজনের পরিবার লিমা হনুফার। এরই মধ্যে সংসারের অভাব-অনটনের কারণে ঋণ করেন তিনি। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে গত সোমবার ৫৭ দিনের শিশুকে এক নারীর কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করেন।
কিন্তু দুই দিন না যেতেই সন্তানের জন্য ব্যাকুল হয়ে ওঠেন মা লিমা হনুফা। দ্বারস্থ হন স্থানীয় অনেকের কাছে। পরে স্থানীয়রা পুলিশকে জানালে আজ বৃহস্পতিবার শিশুটিকে তাঁর মায়ের কোলে ফিরে দেয় পুলিশ।
টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার জনৈক আইনুদ্দিনের আধা পাকা বাড়িতে থাকেন স্বামী-সন্তান নিয়ে থাকেন লিমা হনুফা।
থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বলেন, ‘সোমবার বিকেলে ৩০ হাজার টাকার বিনিময়ে প্রায় দুই মাস বয়সী শিশুসন্তানকে এক নারীকে দেন মা লিমা হনুফা। পরদিন সন্তানকে ফিরে পেতে ব্যাকুল হয়ে স্থানীয়দের বিষয়টি জানান। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করেন। পরে ঢাকা জেলার দোহার থানার লারিসা গ্রামের কাশেম-স্বর্ণা দম্পতির কাছ থেকে শিশুটিকে ফিরিয়ে আনা হয়।’
শিশুটির মা লিমা হনুফা বলেন, ‘আমি মানুষের বাসায় আয়া হিসেবে কাজ করতাম। শিশু জন্ম দেওয়ার পর কাজ করতে পারছি না। আমার স্বামী পঙ্গু হওয়ায় তাকে কেউ কাজে নেয় না। আমার তিন মাসের ঘর ভাড়া ১২ হাজার, দোকানে বাকি ১০ হাজার ও ওষুধের দোকানে ৮ হাজার টাকা ঋণ হয়। বাড়ির মালিক পাওনা টাকার জন্য চাপ দিলে আমার শিশুকে ৩০ হাজার টাকার বিনিময়ে দিয়ে দিই।’
লিমা হনুফা আরও বলেন, ‘এরপর বাচ্চাকে ফিরে পাওয়ার জন্য স্থানীয়দের জানালে পুলিশে খবর দেয় তারা। টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলামকে জানালে তিনি ওই ৩০ হাজার টাকা পরিশোধ করে আমার শিশুকে আমার কাছে এনে দিয়েছেন। সেই সঙ্গে আমার স্বামীকে একটি কারখানায় কাজের ব্যবস্থা করেন এবং আমার ছেলেমেয়েদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন।’
শিশুটিকে কিনে নেওয়া স্বর্ণা আক্তার বলেন, ‘আমরা নিঃসন্তান। তাই একটি শিশু লালন-পালনের জন্য নিয়েছিলাম। পুলিশের নির্দেশেই আমরা শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছি।’
এদিকে স্বামীকে চাকরি দেওয়া প্রতিষ্ঠান হক গ্রুপের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হযরত আলী ঈশান বলেন, ‘টঙ্গী পূর্ব থানার ওসি আমাদের বিষয়টি জানান। আমরা শিশুটির বাবা মাসুমকে আমাদের কারখানায় কাজের সুযোগ করে দিয়েছি।’
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঋণ পরিশোধ করতেই শিশুসন্তানকে টাকার জন্য আরেক নারীর কাছে বিক্রয় দেন লিমা হনুফা। পরে ৩০ হাজার টাকা দিয়েই শিশুটিকে ফিরিয়ে এনেছি। টঙ্গীর হক গ্রুপের একটি কারখানায় বাবা মাসুমকে চাকরির ব্যবস্থা ও দুই সন্তানের লেখাপড়ার ব্যবস্থা করেছি।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৫ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৫ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৬ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৬ ঘণ্টা আগে