কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তারা স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ, শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার ও স্কুলে এমপিও কার্যক্রম চালুর দাবিতে নানান শ্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এ স্কুলে পড়তে প্রতিবছর ১০ হজার টাকা দিতে হয়। স্কুলটি ২০১৯ সালে এমপিওভূক্ত হলেও আজও এমপিও কার্যক্রম চালু করা হয়নি। সুপারিনটেনডেন্টের ও তাঁর ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্টের পদত্যাগ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করেন।
এর আগে স্কুলের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করা, সনদ না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার ভাই আইয়ুব আলী এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। এ ছাড়া ওই সময় ইন্ড্রাট্রিয়াল ট্রেনিংয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ও শিক্ষকদের সাথে সব সময় খারাপ আচরণের বিষয়ে অধ্যক্ষ মো. শাহজাহানের বিরুদ্ধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্কুলের শিক্ষকেরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তলব করেছে, সেখানে কথা বলব।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছে। অভিযোগের আলোকে সমস্যা সমাধান করা হবে।’
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় চার দফা দাবিতে ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করেছে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ক্লাস বর্জন করে স্কুলের গেইটে ও সুপারিনটেনডেন্টের কক্ষের সামনে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় তারা স্কুলের সুপারিনটেনডেন্টের দুর্নীতির বিচার ও পদত্যাগ, শিক্ষকদের সাথে অসদাচরণের বিচার ও স্কুলে এমপিও কার্যক্রম চালুর দাবিতে নানান শ্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান, এ স্কুলে পড়তে প্রতিবছর ১০ হজার টাকা দিতে হয়। স্কুলটি ২০১৯ সালে এমপিওভূক্ত হলেও আজও এমপিও কার্যক্রম চালু করা হয়নি। সুপারিনটেনডেন্টের ও তাঁর ভাই স্কুলের অন্যান্য শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেন। তারা স্কুলে পরিবারতন্ত্র গড়ে তুলেছেন। শিক্ষার্থীরা সুপারিনটেনডেন্টের পদত্যাগ, তার বিরুদ্ধে দুর্নীতির বিচার ও শিক্ষার্থীদের পড়ালেখার খরচ কমানোর দাবি করেন।
এর আগে স্কুলের ৮ জন শিক্ষক ও ২ জন কর্মচারী জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর পাবলিক পরীক্ষা থেকে উদ্ধৃত টাকা স্কুলের ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাত করা, সনদ না থাকা সত্ত্বেও অধ্যক্ষ তার ভাই আইয়ুব আলী এবং আপন শ্যালক ফিরোজ আলম শিবলুকে ট্রেড ইন্সট্রক্টর (ইলেট্রিক্যাল) পদে নিয়োগ দেয়। এ ছাড়া ওই সময় ইন্ড্রাট্রিয়াল ট্রেনিংয়ের নামে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় ও শিক্ষকদের সাথে সব সময় খারাপ আচরণের বিষয়ে অধ্যক্ষ মো. শাহজাহানের বিরুদ্ধে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন স্কুলের শিক্ষকেরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভিভিটিসি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ মো. শাহজাহান বলেন, ‘এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে তলব করেছে, সেখানে কথা বলব।’
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি শুনেছি। তারা আশ্বস্ত হয়ে বাড়ি ফিরে গেছে। অভিযোগের আলোকে সমস্যা সমাধান করা হবে।’
জধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
১ মিনিট আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
২০ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
২৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে