রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে আজ রোববার ভোট গ্রহণ হবে। এতে ৯৭টির মধ্যে ৬৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০টির মধ্যে ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। ৭টিতে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও নারী সদস্য পদে ৯৬ জন নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। ৪ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৭ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এতে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্রে এবার কোনো ভোট গ্রহণ করা হচ্ছে না। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৮৩৮ জন।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উত্তর চরবংশী ইউনিয়নে ১৩টির মধ্যে ৮টি, চরমোহনা ইউনিয়নে ১১টির মধ্যে ৬টি, চরপাতা ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কেরোয়া ইউনিয়নে ১২টির মধ্যে ১০টি, বামনী ইউনিয়নের ৯টির মধ্যে ৭টি, দণি চরবংশী ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি, রায়পুর ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘পরিস্থিতি মূল্যায়ন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে পুলিশের পক্ষ থেকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আয়োজনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রের নির্দিষ্ট জনবল ছাড়াও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ৪ প্লাটুন বিজিবি ও পুলিশের ৪টি দল ভ্রাম্যমাণ হিসেবে কাজ করবে। বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে আজ রোববার ভোট গ্রহণ হবে। এতে ৯৭টির মধ্যে ৬৬টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ সম্পন্ন করতে নির্বাচন কমিশন বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে জানানো হয়েছে, ১০টির মধ্যে ৩টি ইউনিয়নে বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে গেছেন। ৭টিতে চেয়ারম্যান পদে ২৬ জন প্রার্থী নির্বাচন করছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও নারী সদস্য পদে ৯৬ জন নির্বাচনী লড়াইয়ে মাঠে রয়েছেন। ৪ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৭ জন বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। এতে দুই ওয়ার্ডের দুটি কেন্দ্রে এবার কোনো ভোট গ্রহণ করা হচ্ছে না। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ৮৩৮ জন।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এ ছাড়া উত্তর চরবংশী ইউনিয়নে ১৩টির মধ্যে ৮টি, চরমোহনা ইউনিয়নে ১১টির মধ্যে ৬টি, চরপাতা ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, কেরোয়া ইউনিয়নে ১২টির মধ্যে ১০টি, বামনী ইউনিয়নের ৯টির মধ্যে ৭টি, দণি চরবংশী ইউনিয়নে ৯টির মধ্যে ৭টি, দক্ষিণ চরআবাবিল ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি, রায়পুর ইউনিয়নে ৯টির মধ্যে ৬টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, ‘পরিস্থিতি মূল্যায়ন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৬৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে পুলিশের পক্ষ থেকে তালিকাভুক্ত করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আয়োজনে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা বলেন, ‘নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রের নির্দিষ্ট জনবল ছাড়াও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ৪ প্লাটুন বিজিবি ও পুলিশের ৪টি দল ভ্রাম্যমাণ হিসেবে কাজ করবে। বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৭ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৮ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে