লক্ষ্মীপুর প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার ভোরে পূজামণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি দিয়ে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ উপলক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে চলছে আরতি ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি।
দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী মর্ত্যে আসছেন ঘোড়ায় চেপে। বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন দোলায় চড়ে। পূজা উপলক্ষে, পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনী থেকে জানানো হয়েছে।
ত্রিনয়নী পূজামণ্ডপে নিয়োজিত পুরোহিত বিজয় গোস্বামী বলেন, আজকে আমাদের আনন্দের দিন। আবার বিজয়াদশমীতে মাকে বিদায়ের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে এবার মায়ের কাছে প্রার্থনা থাকবে। সেটাই আমাদের কামনা।
শাঁখারিপাড়া ত্রিনয়নী পূজামণ্ডপ উদ্যাপন কমিটির সভাপতি মানিক সাহা বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন হিন্দুধর্মাবলম্বী নেতারা।
এ বিষয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, জেলার ৭৮টি পূজামণ্ডপগুলোতে ৪ স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন সবাই নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারে পুলিশ-প্রশাসনের সে দিকে নজর রয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লক্ষ্মীপুরের ৫টি উপজেলার ৭৮টি পূজামণ্ডপে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আজ সোমবার ভোরে পূজামণ্ডপগুলোতে পুষ্পাঞ্জলি দিয়ে মহাষষ্ঠীর আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এ উপলক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে চলছে আরতি ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি।
দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এ ধর্মীয় উৎসব। পঞ্জিকা অনুযায়ী এবার দেবী মর্ত্যে আসছেন ঘোড়ায় চেপে। বিজয়া দশমীতে দেবী মর্ত্য ছাড়বেন দোলায় চড়ে। পূজা উপলক্ষে, পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনী থেকে জানানো হয়েছে।
ত্রিনয়নী পূজামণ্ডপে নিয়োজিত পুরোহিত বিজয় গোস্বামী বলেন, আজকে আমাদের আনন্দের দিন। আবার বিজয়াদশমীতে মাকে বিদায়ের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। করোনা থেকে বিশ্ববাসীকে মুক্তি দিতে এবার মায়ের কাছে প্রার্থনা থাকবে। সেটাই আমাদের কামনা।
শাঁখারিপাড়া ত্রিনয়নী পূজামণ্ডপ উদ্যাপন কমিটির সভাপতি মানিক সাহা বলেন, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শারদীয় দুর্গোৎসব শুরু করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন হিন্দুধর্মাবলম্বী নেতারা।
এ বিষয়ে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, জেলার ৭৮টি পূজামণ্ডপগুলোতে ৪ স্তরের ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেন সবাই নির্বিঘ্নে ও নিরাপদে তাঁদের সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব উদ্যাপন করতে পারে পুলিশ-প্রশাসনের সে দিকে নজর রয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বাস্থ্যবিধি মেনে পূজা পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
শেরপুরে ছাত্র-জনতার তোপের মুখে পড়ে হাসপাতাল থেকে চলে যান শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞা। আজ শনিবার সকালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করলে কার্যালয় ছেড়ে চলে যান তিনি।
১৬ মিনিট আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২১ মিনিট আগেঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাসের ভাড়া ৫৫ থেকে কমিয়ে ৪৫ টাকা নির্ধারণসহ একাধিক দাবিতে আন্দোলন করে আসছিল যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। দাবি আদায় না হলে ১৭ নভেম্বর হরতাল পালনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি। হরতালের ঘোষণায় শহরের প্রধান দুটি শিক্ষাপ্রতিষ্ঠানেও পরীক্ষা স্থগিত করা হয়। তবে জেলা প্রশাসনের...
৩৩ মিনিট আগে‘বাবা মাইরো না, মাইরো না বাবা। আর করব না। আর করব না।’ আর্তচিৎকার করেও বাবা আহাদ মোল্লার হাত থেকে রক্ষা পায়নি তিন বছরের শিশু মুসা। এর আগে মুসার বড়ভাই সাত বছরের শিশু রোহানকেও গলা কেটে হত্যা করেন বাবা। দুই সন্তানকে হত্যার পর নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি
৩৯ মিনিট আগে