নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হলফনামার তথ্য মিথ্যা দাবি করে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী। আজ শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শিক্ষা উপমন্ত্রীর প্রার্থিতা বাতিলের আপিল করেন সানজীদ রশীদ।
সানজীদ রশীদ বলেন, ‘উনি (মহিবুল হাসান) একজন সম্মানিত মানুষ। উনি নিজের মায়ের বিষয়ে হলফনামা ও মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তথ্য গোপন করেছেন। বিষয়টিসহ আরও কয়েকটি তথ্য উপস্থাপন করে অভিযোগ দিয়েছি। আগামী ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে।’
নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘মহিবুল হাসান চৌধুরী হলফনামা ও মনোনয়নপত্রে মায়ের নাম হাসিনা মহিউদ্দিন উল্লেখ করলেও বাস্তবে তাঁর মা হলেন শাহেদা মহিউদ্দিন। প্রার্থীর জম্ম তারিখ ১৯৮৩ সালের ২৬ জুলাই। প্রার্থীর বাবা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১৯৮২ সালের মার্চে শাহেদা আক্তারকে বিয়ে করেন। পরে তিনি শাহেদা মহিউদ্দিন হিসেবে পরিচিতি পান। ১৯৮৬ সালের ১৯ অক্টোবর বোমা হামলায় শাহেদা মহিউদ্দিন মারা যান।’
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ‘১৯৮৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বিয়ে হয় হাসিনা মহিউদ্দিনের। তখন প্রার্থীর বয়স চার বছর ছিল। এ ছাড়া প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানার মধ্যেও গরমিল পাওয়া গেছে।’
সানজীদ রশীদ চৌধুরী জানান, মহিবুল হাসানের মনোনয়নপত্র ও হলফনামায় মা হিসেবে হাসিনা মহিউদ্দিনের নাম উল্লেখ করেছেন। তাঁর গর্ভধারিণী মা হচ্ছেন শাহেদা মহিউদ্দিন। এ বিষয়ে যাবতীয় তথ্য উপাত্ত ও দেশের আইন-কানুনের কপি অভিযোগের কপির সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ইতিমধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সানজীদ রশীদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
হলফনামার তথ্য মিথ্যা দাবি করে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর প্রার্থিতা চ্যালেঞ্জ করলেন একই আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী। আজ শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শিক্ষা উপমন্ত্রীর প্রার্থিতা বাতিলের আপিল করেন সানজীদ রশীদ।
সানজীদ রশীদ বলেন, ‘উনি (মহিবুল হাসান) একজন সম্মানিত মানুষ। উনি নিজের মায়ের বিষয়ে হলফনামা ও মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তথ্য গোপন করেছেন। বিষয়টিসহ আরও কয়েকটি তথ্য উপস্থাপন করে অভিযোগ দিয়েছি। আগামী ১৪ ডিসেম্বর এ বিষয়ে শুনানি হবে।’
নির্বাচন কমিশনে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়েছে, ‘মহিবুল হাসান চৌধুরী হলফনামা ও মনোনয়নপত্রে মায়ের নাম হাসিনা মহিউদ্দিন উল্লেখ করলেও বাস্তবে তাঁর মা হলেন শাহেদা মহিউদ্দিন। প্রার্থীর জম্ম তারিখ ১৯৮৩ সালের ২৬ জুলাই। প্রার্থীর বাবা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১৯৮২ সালের মার্চে শাহেদা আক্তারকে বিয়ে করেন। পরে তিনি শাহেদা মহিউদ্দিন হিসেবে পরিচিতি পান। ১৯৮৬ সালের ১৯ অক্টোবর বোমা হামলায় শাহেদা মহিউদ্দিন মারা যান।’
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, ‘১৯৮৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বিয়ে হয় হাসিনা মহিউদ্দিনের। তখন প্রার্থীর বয়স চার বছর ছিল। এ ছাড়া প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানার মধ্যেও গরমিল পাওয়া গেছে।’
সানজীদ রশীদ চৌধুরী জানান, মহিবুল হাসানের মনোনয়নপত্র ও হলফনামায় মা হিসেবে হাসিনা মহিউদ্দিনের নাম উল্লেখ করেছেন। তাঁর গর্ভধারিণী মা হচ্ছেন শাহেদা মহিউদ্দিন। এ বিষয়ে যাবতীয় তথ্য উপাত্ত ও দেশের আইন-কানুনের কপি অভিযোগের কপির সঙ্গে সংযুক্ত করে দিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।
ইতিমধ্যে মনোনয়নপত্র বাছাইয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও সানজীদ রশীদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্
২ মিনিট আগেযশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
১১ মিনিট আগেসবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
১৩ মিনিট আগেপটুয়াখালী দশমিনায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আজ রোববার ১১টায় ছাত্র আন্দোলনে শহীদ জিহাদের কবর জিয়ারত করেন হাসনাত আব্দুল্লাহ। জিহাদের পরিবারের খোঁজখবর তিনি।
৩৫ মিনিট আগে