লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. মুরাদ হোসেন (১৮)। আজ শনিবার বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জের দক্ষিণ আন্ধার মানিক এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. সজিব হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুরাদ হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে কয়েক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মুরাদ দক্ষিণ আন্ধার মানিক এলাকার আজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মুরাদ হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে পরদিন দুপুরে মুরাদের মা মরিয়ম বেগম জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে তাঁর প্রতিবেশী সজিব (২২) ও আবুল কালাম আজাদের (২৬) নাম উল্লেখ করা হয়।
আজ শনিবার দুপুরে মুরাদের বাড়ি থেকে এক কিলোমিটার উত্তরে ওই খেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মুরাদের চাচা সেলিম মাঝি বলেন, গত মঙ্গলবার রাত থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল মুরাদ। ওই রাতে মুরাদকে স্থানীয় আবুল কালাম আজাদ ওরফে আবু নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে ডেকে নেয়। তখন মুরাদের সঙ্গে তার বন্ধু সজিবও উপস্থিত ছিল।
ঘটনার পর থেকে মুরাদের বন্ধু সজিব গ্রামে থাকলেও আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যায়। তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সদর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন বলেন, ইতিমধ্যে এ ঘটনায় অপহরণ মামলা নেওয়া হয়েছে। মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সজিব হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
লক্ষ্মীপুরে নিখোঁজের চার দিন পর এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম মো. মুরাদ হোসেন (১৮)। আজ শনিবার বিকেলে সদর উপজেলার তেওয়ারীগঞ্জের দক্ষিণ আন্ধার মানিক এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. সজিব হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুরাদ হোসেনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে কয়েক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মুরাদ দক্ষিণ আন্ধার মানিক এলাকার আজাদ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মুরাদ হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে পরদিন দুপুরে মুরাদের মা মরিয়ম বেগম জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে তাঁর প্রতিবেশী সজিব (২২) ও আবুল কালাম আজাদের (২৬) নাম উল্লেখ করা হয়।
আজ শনিবার দুপুরে মুরাদের বাড়ি থেকে এক কিলোমিটার উত্তরে ওই খেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
মুরাদের চাচা সেলিম মাঝি বলেন, গত মঙ্গলবার রাত থেকে অটোরিকশাসহ নিখোঁজ ছিল মুরাদ। ওই রাতে মুরাদকে স্থানীয় আবুল কালাম আজাদ ওরফে আবু নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে ডেকে নেয়। তখন মুরাদের সঙ্গে তার বন্ধু সজিবও উপস্থিত ছিল।
ঘটনার পর থেকে মুরাদের বন্ধু সজিব গ্রামে থাকলেও আবুল কালাম আজাদ আত্মগোপনে চলে যায়। তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
সদর থানার ওসি মো. মোসলেহ উদ্দিন বলেন, ইতিমধ্যে এ ঘটনায় অপহরণ মামলা নেওয়া হয়েছে। মুরাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সজিব হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি ও হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
১৫ মিনিট আগেরংপুরের পীরগাছা উপজেলায় ১০ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না সুমাইয়া (১০) নামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে। সে ৬ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছে।
৩০ মিনিট আগেসংবাদ সম্মেলনে বক্তব্য দেন নবগঠিত ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যসচিব দিদারুল আলম দিদার। তিনি বলেন, ‘কোনো এক অদৃশ্য কারণে অতীতে ময়নামতি অঞ্চল বৈষম্যের শিকার হয়েছে। এই অঞ্চল ঐতিহাসিক গুরুত্ব, ভৌগোলিক অবস্থান বিবেচনায় কোনোভাবেই বুড়িচং উপজেলার অংশ হওয়া উচিত ছিল না। আধুনিক সভ্যতায় তথ্যপ্রযুক্তির..
৩২ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী-চন্দ্রগঞ্জ সড়কে যাত্রীবাহী বাস ও সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চাপায় সিএনজিতে থাকা আইরিন আক্তার (১৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন নিহতের ছোট বোন আঁখি আক্তার (৭)। ঘটনার পর দ্রুত পালিয়ে যায় বাসটি...
৪৪ মিনিট আগে