কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেয়ে ওয়াসিকা আয়শা খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অর্থ প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। ওয়াসিকা আয়শার প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দে ভাসছেন আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রাজনীতির মাঠে বেশ পরিচিত ওয়াসিকা আয়শা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গতকাল শুক্রবার শপথ নেওয়ার আগে গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে তাঁকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
ওয়াসিকা আয়শা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আনোয়ারায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার সিইউএফএল বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মী ও জনসাধারণের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
ওয়াসিকা আয়শাকে অভিনন্দন জানিয়ে আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক নেতা নাজিম উদ্দিন ছোটন বলেন, ‘বিগত দিনে এমপি ওয়াসিকা গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ, গ্রামীণ সড়ক, কমিউনিটি ক্লিনিকের ওয়াশ ব্লক, মসজিদ-মন্দিরের গভীর নলকূপ, কালভার্ট ও কবরস্থানের গাইড ওয়ালসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। আমাদের প্রত্যাশা, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা স্বপন দত্ত বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমাদের উপজেলার কন্যা ওয়াসিকা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিমন্ত্রী পেয়েছি। এই আনন্দে খুশির বন্যা বইছে পুরো চট্টগ্রামে। আমি তাঁর বাবা আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার সাহেবের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। তাঁরই কন্যা ওয়াসিকা আয়শা খান এমপি অত্যন্ত সৎ ব্যক্তি।’
স্থানীয় আওয়ামী লীগের লোকজন জানান, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সারের মেয়ে। প্রতিমন্ত্রীর মা বেগম নিলুফার কায়সার ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
ওয়াসিকা আয়শা খান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ থেকে সদস্য হয়েছেন। তিনি সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে প্রথমবার, ২০১৮ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২৪ সালে তৃতীয়বারের মতো দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সম্প্রসারিত মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মেয়ে ওয়াসিকা আয়শা খান। গতকাল শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অর্থ প্রতিমন্ত্রী হিসেবে তিনি শপথ নেন। ওয়াসিকা আয়শার প্রতিমন্ত্রী হওয়ার খবরে আনন্দে ভাসছেন আনোয়ারা উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মী। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মিষ্টি বিতরণ করা হয়েছে।
রাজনীতির মাঠে বেশ পরিচিত ওয়াসিকা আয়শা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গতকাল শুক্রবার শপথ নেওয়ার আগে গত বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে তাঁকে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
ওয়াসিকা আয়শা প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় আনোয়ারায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার সিইউএফএল বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মী ও জনসাধারণের মাঝে এই মিষ্টি বিতরণ করা হয়।
ওয়াসিকা আয়শাকে অভিনন্দন জানিয়ে আনোয়ারা উপজেলা যুবলীগের সাবেক নেতা নাজিম উদ্দিন ছোটন বলেন, ‘বিগত দিনে এমপি ওয়াসিকা গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ, গ্রামীণ সড়ক, কমিউনিটি ক্লিনিকের ওয়াশ ব্লক, মসজিদ-মন্দিরের গভীর নলকূপ, কালভার্ট ও কবরস্থানের গাইড ওয়ালসহ বিভিন্ন উন্নয়ন করেছেন। আমাদের প্রত্যাশা, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা স্বপন দত্ত বলেন, ‘দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমাদের উপজেলার কন্যা ওয়াসিকা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। প্রতিমন্ত্রী পেয়েছি। এই আনন্দে খুশির বন্যা বইছে পুরো চট্টগ্রামে। আমি তাঁর বাবা আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার সাহেবের সঙ্গে দীর্ঘদিন রাজনীতি করেছি। তাঁরই কন্যা ওয়াসিকা আয়শা খান এমপি অত্যন্ত সৎ ব্যক্তি।’
স্থানীয় আওয়ামী লীগের লোকজন জানান, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সারের মেয়ে। প্রতিমন্ত্রীর মা বেগম নিলুফার কায়সার ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
ওয়াসিকা আয়শা খান জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৩১ থেকে সদস্য হয়েছেন। তিনি সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে প্রথমবার, ২০১৮ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ ২০২৪ সালে তৃতীয়বারের মতো দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের সদস্য হন।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৮ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৮ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৯ ঘণ্টা আগে