আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
সরকারি খাতে কেনা ১২ লাখ টন চাল ও গম দেশে আসতে শুরু করেছে। তিনটি জাহাজে ইতিমধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮৩৮ মেট্রিক টন গম দেশে এসেছে। অন্যদিকে ভারত থেকে চালের একটি জাহাজে ২৯ হাজার ৯৮ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চারটি জাহাজে আমদানি করা ১ লাখ ৮৬ হাজার ৯৩৬ মেট্রিক টন চাল ও গম খালাসের কাজ চলছে।
আজ সোমবার বন্দরে খোঁজ নিয়ে জানা যায়, এমভি লিয়া ও এমভি সীলাক-২ থেকে গম ও এমভি ভিয়েট থুন নামের আরেকটি জাহাজ থেকে চাল খালাসের কাজ চলছে। অন্যদিকে এমভি এলসিয়াস এস ৩১ হাজার ৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস শেষে বাকি ২১ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে গেছে। সেখানে গমগুলো খালাস চলছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরে ৫ লাখ মেট্রিক টন চাল ও সাত লাখ মেট্রিক টন গম কেনা হবে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন জি টু জির মাধ্যমে রাশিয়া থেকে কেনা হবে। দুই লাখ মেট্রিক টন গম আন্তর্জাতিক দরপত্রে বাজার থেকে কেনা হবে।
আরও জানা যায়, সরকারি খাতের কেনা গমের চালানের অংশ হিসাবে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি এসেলসিয়া এস নামের জাহাজটি প্রথম চট্টগ্রাম বন্দরে আসে ২০ সেপ্টেম্বর। ১১ অক্টোবর পর্যন্ত এ জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামের সাইলো জেটিতে খালাস হয়। ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস চলছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরে এমভি লিয়া জাহাজে ৫২ হাজার ৪৯৩ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম সাইলো জেটিতে খালাস চলছে। সোমবার পর্যন্ত এ জাহাজ থেকে খালাস হয়েছে ৪৭ হাজার ৫৮৫ মেট্রিক টন গম। এ ছাড়া জাহাজ এমভি সেলুক-২ নামের জাহাজে রাশিয়া থেকে ৫২ হাজার ৮৪৫ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ৯ অক্টোবর জাহাজটি আসার পর থেকে লাইটারিং চলছে।
এদিকে ভারত থেকে এমভি ভায়েট তুন নামে জাহাজ যোগে ২৯ হাজার ৯৮ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ১ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ১১ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের মেইন জেটিতে খালাস চলছে। সোমবার পর্যন্ত ১৮ হাজার ৪২১ মেট্রিক টন খালাস হয়েছে।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ বিভাগের উপ নিয়ন্ত্রক সুনীল দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে আর চাল, গম, আটা ময়দার সংকট হবে না।’
সরকারি খাতে কেনা ১২ লাখ টন চাল ও গম দেশে আসতে শুরু করেছে। তিনটি জাহাজে ইতিমধ্যে ১ লাখ ৫৭ হাজার ৮৩৮ মেট্রিক টন গম দেশে এসেছে। অন্যদিকে ভারত থেকে চালের একটি জাহাজে ২৯ হাজার ৯৮ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চারটি জাহাজে আমদানি করা ১ লাখ ৮৬ হাজার ৯৩৬ মেট্রিক টন চাল ও গম খালাসের কাজ চলছে।
আজ সোমবার বন্দরে খোঁজ নিয়ে জানা যায়, এমভি লিয়া ও এমভি সীলাক-২ থেকে গম ও এমভি ভিয়েট থুন নামের আরেকটি জাহাজ থেকে চাল খালাসের কাজ চলছে। অন্যদিকে এমভি এলসিয়াস এস ৩১ হাজার ৫০০ মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস শেষে বাকি ২১ হাজার মেট্রিক টন গম নিয়ে মোংলা বন্দরে গেছে। সেখানে গমগুলো খালাস চলছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরে ৫ লাখ মেট্রিক টন চাল ও সাত লাখ মেট্রিক টন গম কেনা হবে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন জি টু জির মাধ্যমে রাশিয়া থেকে কেনা হবে। দুই লাখ মেট্রিক টন গম আন্তর্জাতিক দরপত্রে বাজার থেকে কেনা হবে।
আরও জানা যায়, সরকারি খাতের কেনা গমের চালানের অংশ হিসাবে ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম নিয়ে এমভি এসেলসিয়া এস নামের জাহাজটি প্রথম চট্টগ্রাম বন্দরে আসে ২০ সেপ্টেম্বর। ১১ অক্টোবর পর্যন্ত এ জাহাজ থেকে ৩১ হাজার ৫০০ মেট্রিক টন চট্টগ্রামের সাইলো জেটিতে খালাস হয়। ২১ হাজার মেট্রিক টন মোংলা বন্দরে খালাস চলছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরে এমভি লিয়া জাহাজে ৫২ হাজার ৪৯৩ মেট্রিক টন গম নিয়ে আসা জাহাজ চট্টগ্রাম সাইলো জেটিতে খালাস চলছে। সোমবার পর্যন্ত এ জাহাজ থেকে খালাস হয়েছে ৪৭ হাজার ৫৮৫ মেট্রিক টন গম। এ ছাড়া জাহাজ এমভি সেলুক-২ নামের জাহাজে রাশিয়া থেকে ৫২ হাজার ৮৪৫ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ৯ অক্টোবর জাহাজটি আসার পর থেকে লাইটারিং চলছে।
এদিকে ভারত থেকে এমভি ভায়েট তুন নামে জাহাজ যোগে ২৯ হাজার ৯৮ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ১ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। ১১ অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দরের মেইন জেটিতে খালাস চলছে। সোমবার পর্যন্ত ১৮ হাজার ৪২১ মেট্রিক টন খালাস হয়েছে।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ বিভাগের উপ নিয়ন্ত্রক সুনীল দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘দেশে আর চাল, গম, আটা ময়দার সংকট হবে না।’
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
১ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
১ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
১ ঘণ্টা আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
১ ঘণ্টা আগে