নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টানা বৃষ্টির মধ্যে খালে পাওয়া লাশের পরিচয় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন।
ওই যুবক নগরের হালিশহর এলাকার বাসিন্দা কাজী মোহাম্মদ ইকবালের ছেলে আজিজুল হাকিম ইমন (২২)। ইমন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জে শুঁটকিপট্টি এলাকায় চাক্তাই খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে বাসার দূরত্ব সড়কপথে সাড়ে পাঁচ কিলোমিটার।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের মরদেহের পরিচয় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
ইমনের বাবা কাজী মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের ছোট ভাই রেজাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।’
গতকাল জোহর নামাজ পড়তে বাসা থেকে বের হন আজিজুল হাকিম ইমন। এরপর তিনি আর ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পায়নি। বাসা থেকে এত দূরে কীভাবে গেল তাঁরা বিষয়টি জানেন না।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে চাক্তাই খালে প্রচণ্ড স্রোত ছিল। এ সময় এক যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে পড়ল তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিসিটিভি ফুটেজে ওই যুবককে আসাদগঞ্জ থেকে চামড়া গুদামের দিকে যেতে দেখা গেছে। এর কয়েক মিনিটের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। কয়েকজনকে খালে লাফিয়ে পড়তে দেখা যায়। তখনই ওই যুবক খালে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালিতে টানা বৃষ্টির মধ্যে খালে পাওয়া লাশের পরিচয় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে তাঁর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেছেন।
ওই যুবক নগরের হালিশহর এলাকার বাসিন্দা কাজী মোহাম্মদ ইকবালের ছেলে আজিজুল হাকিম ইমন (২২)। ইমন নগরের ইসলামিয়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল সোমবার বিকেলে নগরের কোতোয়ালি থানাধীন আছাদগঞ্জে শুঁটকিপট্টি এলাকায় চাক্তাই খাল থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। যে জায়গা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়, সেখান থেকে বাসার দূরত্ব সড়কপথে সাড়ে পাঁচ কিলোমিটার।
পুলিশ জানিয়েছে, ওই যুবকের মরদেহের পরিচয় গতকাল দিবাগত রাত সাড়ে ১২টায় মিলেছে। ফেসবুকে পোস্ট দেখে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁর পরিচয় নিশ্চিত করেন। নগরের ২৫ নম্বর রামপুর ওয়ার্ডের এয়াকুব আলী উচ্চবিদ্যালয় ও কলেজ এলাকায় তিনি পরিবারের সঙ্গে থাকতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্টে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের মৃত্যুর কারণ জানা যাবে।
ইমনের বাবা কাজী মোহাম্মদ ইকবাল জানিয়েছেন তাঁর ছেলে মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের ছোট ভাই রেজাউল হাকিম আজকের পত্রিকাকে বলেন, ‘ফেসবুকে ভাইয়ের ছবি দেখে এলাকার লোকজন আমাদের খবর দেন। আমি নিজেও পরে ফেসবুকে দেখি। এরপর হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেছি। কীভাবে কী হলো কিছুই বুঝতেছি না।’
গতকাল জোহর নামাজ পড়তে বাসা থেকে বের হন আজিজুল হাকিম ইমন। এরপর তিনি আর ফেরেননি। বাসায় না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু পায়নি। বাসা থেকে এত দূরে কীভাবে গেল তাঁরা বিষয়টি জানেন না।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার বিকেলে চাক্তাই খালে প্রচণ্ড স্রোত ছিল। এ সময় এক যুবককে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ওই যুবক কীভাবে পড়ল তা নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) বাবুল পাল জানান, বিকেল পৌনে ৪টার দিকে সিসিটিভি ফুটেজে ওই যুবককে আসাদগঞ্জ থেকে চামড়া গুদামের দিকে যেতে দেখা গেছে। এর কয়েক মিনিটের মধ্যে স্থানীয় লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। কয়েকজনকে খালে লাফিয়ে পড়তে দেখা যায়। তখনই ওই যুবক খালে পড়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
১ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
১ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
১ ঘণ্টা আগেবাজারে যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি তখন নীলফামারীর সৈয়দপুরে চালু হয়েছে বিনা লাভের সবজি বাজার। গণঅভূথ্যানের ১০০ তম দিন পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
২ ঘণ্টা আগে