বিমানবন্দরে বাহামার নাগরিকের কাছ থেকে পাওয়া বস্তু কোকেন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১৮: ৫২

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাহামার এক নাগরিকের কাছ থেকে পাওয়া মাদকসদৃশ বস্তু কোকেন বলে নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ৩ কেজি ৯৮০ গ্রাম ওজনের এই কোকেনের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল স্টাটিয়া শান্টে রোলি (৫৪) নামের ওই নারীকে আটক করে। তাঁর ব্যাগে থাকা একটি ইউপিএস মেশিনের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় সেই কোকেন পাওয়া যায়।

ওই নারীর হেফাজত থেকে জব্দ বস্তু কোকেন কিনা, তা পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে যায়। বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার আলিফ রহমান নির্ভুল বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের সিনিয়র কেমিস্টের মাধ্যমে পরীক্ষা করে জব্দ বস্তু কোকেন বলে নিশ্চিত হওয়া যায়। পরে আটক কোকেনসহ তাঁকে এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়।

বিমানবন্দর কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, এর আগে গত ১৩ জুলাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে নামেন স্টালিয়া। তবে সেদিন তাঁর লাগেজ পৌঁছায়নি। আ সোমবার তিনি তাঁর লাগেজটি নিতে যান। পরে বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা টিম এবং এপিবিএন সদস্যরা তাঁকে আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পরে কাস্টমস কর্মকর্তারা স্ক্যানিং মেশিনে তাঁর লাগেজ একাধিকবার পরীক্ষা করে। স্ক্যানিংয়ে সন্দেহ হওয়ায় তাঁর লাগেজ খুলে একটি ইউপিএসের ভেতর তামার তার মোড়ানো অবস্থায় মাদকসদৃশ একটি প্যাকেট পাওয়া যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের ভিন্ন বক্তব্যের পরও সালমা হত্যায় নিজ ভাষ্য়ে অনড় র‍্যাব

ফারুকীরা কীভাবে এই উপদেষ্টা পরিষদে আসে: সারজিস আলম

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য ডাক্তারের তদবিরের ঘোষণা

এই সরকারের সংবিধান সংশোধনের সুযোগ কি আছে, অ্যাটর্নি জেনারেলের প্রশ্ন

বাংলাদেশ সিরিজের আগে ধাক্কা খেয়েই চলেছে ওয়েস্ট ইন্ডিজ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত