ফেনী প্রতিনিধি
ফেনী মডেল থানায় কর্মরত গাড়িচালক কনস্টেবল সৌরভ কান্তি সিংহ হার্ট অ্যাটাকে মারা গেছেন। অসুস্থ অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে ফেনী হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ কান্তিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সৌরভ কান্তি ফেনী শহরের বাঁশপাড়া এলাকার মল্লিক ভবনের সপ্তম তলায় শ্বশুরের বাসায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। শ্বশুরবাড়ির লোকজন তাৎক্ষণিক ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৌরভের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
কনস্টেবল সৌরভ কান্তির মৃত্যুতে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কনস্টেবল সৌরভ কান্তি সিংহের অকাল মৃত্যুতে পুলিশ বাহিনী একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মচারীকে হারিয়েছে।’
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, সৌরভ কান্তি সিংহ ২০১৪ সালের ৯ অক্টোবর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দেন। ফেনী জেলা পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। মরদেহ সৎকার সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সৌরভের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
সৌরভ কান্তি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরালগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের রতন কান্তি সিংহের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ (৩৩ দিন) রেখে গেছেন।
ফেনী মডেল থানায় কর্মরত গাড়িচালক কনস্টেবল সৌরভ কান্তি সিংহ হার্ট অ্যাটাকে মারা গেছেন। অসুস্থ অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তাঁকে ফেনী হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৌরভ কান্তিকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সৌরভ কান্তি ফেনী শহরের বাঁশপাড়া এলাকার মল্লিক ভবনের সপ্তম তলায় শ্বশুরের বাসায় থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন। শ্বশুরবাড়ির লোকজন তাৎক্ষণিক ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সৌরভের মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
কনস্টেবল সৌরভ কান্তির মৃত্যুতে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসপি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কনস্টেবল সৌরভ কান্তি সিংহের অকাল মৃত্যুতে পুলিশ বাহিনী একজন দক্ষ ও কর্তব্যপরায়ণ কর্মচারীকে হারিয়েছে।’
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, সৌরভ কান্তি সিংহ ২০১৪ সালের ৯ অক্টোবর বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দেন। ফেনী জেলা পুলিশের ব্যবস্থাপনায় তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। মরদেহ সৎকার সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সৌরভের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।
সৌরভ কান্তি চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরালগঞ্জ থানার গোবিন্দপুর গ্রামের রতন কান্তি সিংহের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তানসহ (৩৩ দিন) রেখে গেছেন।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
২১ মিনিট আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
২ ঘণ্টা আগে