আখাউড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধা খুন 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ০২
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৮: ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে জোহারা খাতুন (৮২) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে পৌরসভা এলাকার শান্তিনগর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তিনি এলাকার মৃত রশিদ খাঁর স্ত্রী। 

স্থানীয়রা জানান, রশিদ খাঁর সঙ্গে প্রতিবেশী আত্মীয়ের জমি নিয়ে বিরোধ ছিল। আদালতের রায়ে একটি পক্ষ সম্প্রতি জায়গাটি দখলে নেয়। এরই জের ধরে আজ দুপুরে রশিদ খাঁ পরিবারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার পর আহত জোহারা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শ্যামর কুমার ভৌমিক তাঁকে মৃত ঘোষণা করেন। 

বৃদ্ধার ছেলে জাহাঙ্গীর খাঁ জানান, জমি নিয়ে বিরোধে ফজল খাঁ, ইয়াছিন খাঁসহ আরো কয়েকজন হামলা চালান। বাড়িতে ঢুকে তাঁরা এই হত্যাকাণ্ড চালান। 

 ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ ঈশান বলেন, তাঁরা পরস্পর আত্মীয়। তাঁদের মধ্যে বসতভিটা ও জমিজমা নিয়ে মতবিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। এরই জের ধরে এ ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (আখাউড়া-কসবা সার্কেল) নাহিদ হাসান জানান, এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত